
Home ক্রীড়াবিদ / Players > মাহফুজা আক্তার শীলা (Mahfuza Akhter Sheila)
এই পৃষ্ঠাটি মোট 99995 বার পড়া হয়েছে
মাহফুজা আক্তার শীলা (Mahfuza Akhter Sheila)

রোববার মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জেতেন বাংলাদেশের এই সাঁতারু। ভারতের গুয়াহাটির ড. জাকির হোসেন অ্যাকুয়াটিক কমপ্লেক্সে ১ মিনিট ১৭.৮৬ সেকেন্ডে সাঁতার শেষ করেন শীলা। ১ মিনিট ১৮.৫৮ সেকেন্ড সময় নিয়ে পাকিস্তানের লিয়ানা ক্যাথেরিন সোয়ান রূপা এবং ১ মিনিট ১৮.৭৭ সেকেন্ড সময় নিয়ে ভারতের চাহাত আরোরা ব্রোঞ্জ পেয়েছেন।
অভয়নগর উপজেলার পাঁচকবর গ্রামে জন্ম নেয়া দেশের অন্যতম সেরা এই ব্রেস্টস্ট্রোক সাঁতারুর বাবার নাম আলী আহমেদ গাজী। মাহফুজার সোনা জয়ে আনন্দের জোয়ারে ভাসছে তার গ্রামসহ গোটা উপজেলার।
এক প্রতিক্রিয়ায় শীলার মা করিমন নেছা বলেন, আমার মেয়েকে শুধু বাংলাদেশে নয়, বিশ্বের মানুষ জানুক এবং চিনুক। মেয়ের জয়ে আমি খুবই খুশি। আমার তিন মেয়ে। বড় মেয়ে আফরোজা, মেঝো মেয়ে মাহফুজা আক্তার শীলা ও ছোট মেয়ে মেঘলা আহমেদ কেয়া। শীলা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেছে। আফরোজার বিয়ে হয়ে গেছে আর কেয়া পঞ্চম শ্রেণীতে পড়ে।
যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির বলেন, শীলার এই সাফল্যে আমরা যশোরবাসী গর্বিত। তার আরো সাফল্য কামনা করি। তাকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে।
অভয়নগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মইনুল জহুর মুকুল বলেন, মাহফুজা বাংলাদেশের গর্ব। মাহফুজা দেশের জন্য যে সম্মান বয়ে এনেছেন তা দেশের জন্য অনেক পাওয়া। তাকে অভয়নগরে সংবর্ধনা দেয়া হবে।
যশোরে ১০০ মিটার অ্যাথলেটের মাধ্যমে ক্রীড়াঙ্গনে শীলার যাত্রা শুরু। এরপর কোচ আব্দুল মান্নানের হাত ধরে তার সাঁতারে হাতেখড়ি। তিনি ১৯৮৯-৯০ মৌসুমে যশোরের ডলফিন সুইমিং ক্লাবের হয়ে প্রথম প্রতিযোগিতামূলক সাঁতারে অংশ নেন।
২০০৩ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তি হওয়ার পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর থেকে তিনি জাতীয় ব্রেস্টস্ট্রোক সাঁতারে একের পর এক সাফল্য পান। বর্তমানে তিনি বাংলাদেশ নৌবাহিনী দলের হয়ে খেলেন।
২০০৬ সালে সাফ গেমসের মধ্য দিয়ে আন্তর্জাতিক সাঁতারে অভিষেক হয় শীলার। ওই গেমসে তিনি ২টি ব্রোঞ্জ পদক লাভ করেন। এরপর ২০০৮ ও ২০০৯ সালে ইন্দো-বাংলা গেমসে অংশ গ্রহণ করেন তিনি। দুই বছরেই সোনার পদক লাভ করেন শীলা। এরপর ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ গেমসে ১টি রৌপ্য পদক জেতেন। একই বছর চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস ও দুবাই বিশ্ব সাঁতারে অংশ গ্রহণ করেন তিনি। তবে এই সকল গেমস হতে তিনি কোনো পদক পাননি।