
Home সাংবাদিক / Journalist > মবিনুল ইসলাম মবিন / Mobinul Islam Mobin (1967)
এই পৃষ্ঠাটি মোট 100018 বার পড়া হয়েছে
মবিনুল ইসলাম মবিন / Mobinul Islam Mobin (1967)
মবিনুল ইসলাম মবিন
Mobinul Islam Mobin
Home District: Jessore
Mobinul Islam Mobin
Home District: Jessore

যশোরের দৈনিক গ্রামের কাগজ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মবিনুল ইসলাম মবিন ১৯৬৭ সালের পহেলা জুন যশোর সদর উপজেলার রসুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা ইজ্জত মো: আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। মা মিসেস শামছুন্নাহার একজন গৃহিণী। ৬ ভাই-বোনের মধ্যে মবিন সবার বড়।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী আঞ্জুমান আরা গ্রামের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক। ২০১০ সালের ২১ নভেম্বর পরিবারে নতুন সদস্য হিসেবে জন্ম নেয় মেয়ে পার্শা আনজুম আভা। এই দম্পতি গ্রামের কাগজকে এগিয়ে নিয়ে চলেছেন অতি দক্ষতার সাথে।
শিক্ষাজীবন:
জনাব মবিনের শিক্ষার হাতে খড়ি নিজ এলাকার আব্দুল বারী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে। ছাত্র হিসেবে তিনি যথেষ্ট মেধাবী ছিলেন। ক্লাসে বরাবরই প্রথম স্থান অধিকার করতেন। ১৯৮৪ সালে তিনি এই স্কুল হতে এস.এস.সি পরীক্ষায় প্রথম বিভাগে উর্ত্তীণ হন। ১৯৮৭ সালে যশোর এম.এম.কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন। ১৯৮৮ সালে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে অর্থনীতি বিষয়ে অনার্সে ভর্তি হন, কিন্তু তা অসম্পূর্ণ থেকে যায়। অবশেষে ১৯৮৯ সালে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ হতে দ্বিতীয় বিভাগ নিয়ে বি.এ পাশ করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।
সাংবাদিকতা:
১৯৮৪ সালে দৈনিক স্ফুলিঙ্গের রির্পোটার হিসেবে কাজ শুরু মধ্য দিয়ে তিনি সাংবাদিকতায় আসেন। এর পর তিনি দৈনিক পূরবী ও টেলিগ্রাম পত্রিকায় বেশ কিছুদিন কাজ করেন। স্থানীয় দেশ হিতৈষী পত্রিকায় বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বেশ কয়েক বছর। একই সময়ে রাজশাহীর দৈনিক বার্তার যশোর জেলা প্রতিনিধি হিসাবেও কাজ করতে থাকেন। ১৯৯২-৯৫ সাল পর্যন্ত ঢাকার দৈনিক খবর পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। অবশেষে ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত বিটিভির যশের জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এসবের পাশাপাশি তিনি যশোর প্রেসক্লাবের বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করে বিভিন্ন পদে নির্বাচিত হন।
গ্রামের কাগজের প্রতিষ্ঠাতা:
জনাব মবিনুল ইসলাম মবিন ১৯৯৯ সালে ২৬শে মার্চে নিজের চেষ্টা ও নিষ্ঠা দিয়ে যশোরে সংবাদপত্রের তালিকায় নতুন আর একটি সংবাদ পত্রের নাম যোগ করেন ‘গ্রামের কাগজ’। প্রথমে এটি সাপ্তাহিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে, পরে ২০০১ সালের ২২ ডিসেম্বর হতে দৈনিক হিসেবে চালু করা হয়। ২০০২ সালের ১৭ই মার্চ হতে গ্রামের কাগজে রঙের ছোয়া লাগে। গ্রামের কাগজই দক্ষিণ- পশ্চিমাঞ্চলের সর্বপ্রথম রঙ্গিন দৈনিক। এক ঝাঁক উদ্যোমী তরুন সাংবাদিকের নিরলস পরিশ্রমে অতি অল্প সময়ের মধ্যে গ্রামের কাগজ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও ব্যতিক্রমী সংবাদ পরিবেশনের কারণে পাঠকদের কাছে দ্রুত আস্থা অর্জন করতে সক্ষম হয় গ্রামের কাগজ। শুধু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নয়, বেশ কিছু সামাজিক ও সেবামূলক কাজ করেও গ্রামের কাগজ এ অঞ্চলের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। পিতৃহারা দরিদ্র অসহায় শিশু মুন্নী হৃদরোগে আক্রান্ত হলে তাকে বাঁচাতে পাশে এসে দাঁড়ায় গ্রামের কাগজ। প্রায় লাখ টাকা সংগ্রহ করে দিয়ে সফলভাবে তার হার্ট অপারেশনে অসাধারণ ভূমিকা রাখে পত্রিকাটি। এই মহতি উদ্যোগ পাঠক ও সুধীমহলে ব্যাপক সুনাম অর্জন করে। এছাড়া এ জনপদে চুয়াডাঙ্গার মেয়ে ক্লোজআপ ওয়ান খ্যাত লালন কন্যা বিউটির পাশে এসে দাঁড়ায় গ্রামের কাগজ। যশোর ওয়েবসাইটের প্রচার ও প্রসারের ক্ষেত্রেও গ্রামের কাগজ শুরু থেকেই বড় ধরনের ভূমিকা রেখে চলেছে। পত্রিকাটি ২০০৪ সাল হতে এ পর্যন্ত বহুবার এই ওয়েবসাইটের উপর প্রতিবেদন প্রকাশ করে যশোরের মানুষের কাছে ব্যপক পরিচিত করেছে ওয়েবসাইটকে। বর্তমানে যশোর ওয়েবসাইটের মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে গ্রামের কাগজের সংবাদ। আর এই পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন জনাব মবিন।
সম্মাননা:
সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য মবিনুল ইসলাম মবিন বেশ ক’টি সম্মাননায় ভূষিত হয়েছেন। চেতনার সাংবাদিকতার জন্য উল্সী যদুনাথপুর ফেলোশীপ-১৯৯০, প্যানোস ফিচার ফেলোশীপ-১৯৯৪, কলমের সৈনিক পদক, মহম্মদপুর- ২০০৩, কন্ঠশীলন পদক, মনিরামপুর- ২০০৫, মনোজ-ধীরাজ পদক, কেশবপুর-২০০৬, আহমেদুল কবীর স্মৃতি স্বর্ণপদক-২০০৬, যশোর শিল্পীগোষ্ঠী গুনীজন পদক- ২০০৯, যশোর নৃত্য বিতান গুনীজন পদক- ২০০৯, জেএসকেএস গুনীজন পদক- ২০০৯, আয়েশা-জব্বার স্মৃতি পদক- ২০০৯। এছাড়াও আরও অনেকগুলো সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছেন।
সাক্ষাৎকার গ্রহণে :
মো: হাসানূজ্জামান বিপুল
বদরম্নদ্দোজা মাহমুদ তুহীন
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল
বদরুদ্দোজা মাহমুদ তুহীন
সর্বশেষ আপডেট :
মার্চ ২০১২