ডানহাতি ব্যাটস ম্যান শেখ তুষার ইমরান ১৯৮৩ সালের ২০ ডিসেম্বর যশোর জেলায় জন্মগ্রহণ করেন। প্রানদীপ্ত স্টাইকার (ব্যাটসম্যান) খেলার নৈপুন্য, স্বকিয়তা ও নিজেস্ব স্টাইলের মাধ্যমে তুষার ইমরান মাত্র ১৭ বছর বয়সেই নিজেকে বাংলাদেশ ক্রিকেট জগতের একজন উদীয়মান তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি ২০০০-২০০১ সালে দেশীয় লীগে ১ শ বলে ১শ ৩১ রান সংগ্রহের এক বিরল গৌরবের অধিকারী হন। আর সে বছরেই তার দেশ বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা পায়। তার প্রতিভা আর নৈপুন্যের প্রকাশ ঘটে পরের বছর জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলায়। তার তখন ক্রিকেট জগতে আবির্ভাব ঘটতে থাকে নতুন নতুন প্রতিভা সঞ্চলিত হতে শুরু করে নতুন নতুন রপ্ত। বাংলাদেশ ভাগ্যে হতে থাকে প্রসন্ন। ফিরে পায় হারানো সব খ্যাতি। ২০০২ সালের শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলায় যেন আচমকা ধাক্কা দিল বাংলাদেশ। ২শ ৮৮ রানে পরাজিত ঐ খেলায় তিনি রান করলেন ৮ আর ২৮। তবে খেলায়াড় নির্বাচকদের তার সম্পর্কে ধারনা ছিল উঁচু। আর তাই তিনজন ক্যাপ্টেন নাইমুর রহমান, আকরাম খান, আর আমিনুল ইসলামকে বাদ দেয়া হয়। শুণ্যস্থান তৈরী হয় তার জন্যে। নিজের প্রতিভার বলে ধীরে ধীরে নিজের জন্য গুরুত্বপূর্ণ স্থান করে নেন তিনি। একদিনের আন্তর্জাতিক ও ডি আই এর জন্য তিনি হয়ে উঠেন অপরিহার্য। কিন্তু তা সত্বেও তার টেস্ট জীবনে ঘটে ছন্দপতন। নিষ্ফল তবে ২০০৫ সালের গ্রীষ্মকালে বাংলাদেশ এ দলের ইংল্যান্ড সফরের সময় তার দ্বিতীয়বারের মত আগমনের সুযোগ করে দেয়। তার অবস্থান করে নেন তিনি। সারের (SURREY)র বিরুদ্ধে ৭০ রান করেন। আর এর মাধ্যমে তিনি সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে দলে নিজেকে অর্ন্তভূক্ত করতে সক্ষম হন এবং দলে ফিরে আসেন।