
Home মাগুরা জেলা / Magura District > দুদ মল্লিক উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৭২)
এই পৃষ্ঠাটি মোট 99812 বার পড়া হয়েছে
দুদ মল্লিক উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৭২)
সরকার কর্তৃক প্রদত্ত মাত্র ০.২৯ একর জমির উপর ১০ কক্ষ বিশিষ্ট দোতালা ভবন ও ৩ কক্ষ বিশিষ্ট সেমিপাকা ভবন নিয়ে অবস্থিত দুদ মল্লিক উচ্চ বালিকা বিদ্যালয়টি ১৯৭২ সালে প্রতিষ্ঠা লাভ করে।
নারী শিক্ষা প্রতিষ্ঠানের অভাব হেতু এই অঞ্চলে নারী শিক্ষা চরমভাবে বিঘ্নিত দেখে স্থানীয় জনগণ একটি নারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভব করেন। প্রসিদ্ধ ব্যবসায়ী, সমাজ সেবক আলহাজ্জ্ব মোঃ দরবেশ আলী প্রদত্ত প্রায় লক্ষ্যাধিক টাকা ও স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের অনুদানে এই বিদ্যালয়টি শহরের কেন্দ্র স্থলে ১৯৭২ সালে স্থাপিত হয়। তৎকালীন মন্ত্রী সোহরাব হোসেন বিদ্যালয়টি শুভ উদ্বোধন করেন। এই বিদ্যালয়টির জায়গায় পূর্বে একটি জি, টি স্কুল ছিল। যা বহু পূর্বেই বন্ধ হয়ে যায়। সেই জায়গায় বর্তমান বালিকা বিদ্যালয়টি স্থাপিত হয়। ১৯৭২ সালে বিদ্যালয়টির প্রথম শ্রেণী কার্যক্রম শুরু হয় ‘মাগুরা একাডেমীতে’। যাদের সাহায্য সহযোগিতায় বিদ্যালয়টির প্রতিষ্ঠা ও বর্তমান অবস্থান পর্যন্ত পৌছানো সম্ভব হয়েছে তাদের মধ্যে আছেন, মোঃ দরবেশ আলী মিয়া, খাঁন জিয়াউল হক (প্রঃ শিঃ মাগুরা একাডেমী), আনোয়ার হোসেন, আসাদুজ্জামান (এডভোকেট), মোঃ আকমল হোসেন, মোঃ আঃ মান্নান, মোঃ মকলেচুর রহমান (প্রাক্তন অধ্যক্ষ মাগুরা সঃ কলেজ) প্রমুখ ব্যক্তিবর্গ। বিদ্যালয়টি ১৯৭৪ মাধ্যমিক বিদ্যালয় হিসাবে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক প্রথম অনুমোদন লাভ করে।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত