
Home মাগুরা জেলা / Magura District > জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় (১৯৭০)
এই পৃষ্ঠাটি মোট 99779 বার পড়া হয়েছে
জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় (১৯৭০)
মাগুরা সদর উপজেলার জগদল বাজারের নিকটবর্তী পল্লীর এক মনোরম পরিবেশে বৃহৎ হাওড়ের তীরে বট বৃক্ষের নীচে ২.৬৫ একর জমির উপর ৪ কক্ষ বিশিষ্ট পাকা ও কাচা গৃহ নিয়ে জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত। ১৯৭০ সালে এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রথম পর্যায়ে একটি সাধারণ গৃহে অল্প সংখ্যক ছাত্র/ছাত্রী নিয়ে বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম চলতে থাকে। পরবর্তীতে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়। বিদ্যালয়টি এই এলাকার বিদ্যার্থীদের জ্ঞানদানের একমাত্র বিদ্যাপীঠ।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত