
Home মাগুরা জেলা / Magura District > জাগলা হেলাল উদ্দিন মেমোরিয়াল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় (১৯৬৮)
এই পৃষ্ঠাটি মোট 99810 বার পড়া হয়েছে
জাগলা হেলাল উদ্দিন মেমোরিয়াল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় (১৯৬৮)
যশোর মাগুরা সড়কের পার্শ্বে জাগলা গ্রামের এক মনোরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত। ১.৩১ একর জমির উপর ১২০ ২৫ ফুট প্রশস্ত শ্রেনী কক্ষ, ৫৫ ১৬ ফুট প্রসস্ত অফিস গৃহ এবং ৩৫ ২১২ ফুট প্রশস্ত গৃহ নিয়ে বিদ্যালয়টির অবস্থান। এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক প্রবোধ কুমার বিশ্বাস (বি, কম)।
১৯৬৬ সনে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সমবেত হয়ে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। গ্রামের প্রাইমারী স্কুলে এর কার্যক্রম শুরু হয়। কিন্তু দলাদলির কারণে এক বছরের মধ্যেই ইহা বন্ধ হয়ে যায়। বর্তমান প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৬৮ সালে বিদ্যালয়টি চালু করবার দ্বিতীয় উদ্যোগ গ্রহণ করা হয়। তারই নিরলস প্রচেষ্টার ফলে এই নিবু নিবু শিখাটি পুনঃ প্রজ্বলিত হয়ে ওঠে। এলাকার বিশিষ্ট ব্যক্তি মোঃ শামছুল হক তখন পাঁচ হাজার টাকা অনুদানের বিনিময়ে তাঁর পিতা মোঃ হেলাল উদ্দিনের নামে বিদ্যালয়টির নামকরণের প্রস্তাব করেন। প্রস্তাবটি গৃহীত হয়। ১/১/৬৮ হইতে জুনিয়র এবং ১৯৭১ সনে ইহা মাধ্যমিক বিদ্যালয় হিসাবে যশোর শিক্ষা বোর্ডের অনুমোদন প্রাপ্ত হয়। বিদ্যালয়টি এই এলাকার বিদ্যার্থীদের শিক্ষা লাভের একমাত্র আদর্শ বিদ্যাপীঠ।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথা
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা ঃ
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত