
Home মাগুরা জেলা / Magura District > মাগুরা একাডেমী (১৯২৪)
এই পৃষ্ঠাটি মোট 99831 বার পড়া হয়েছে
মাগুরা একাডেমী (১৯২৪)
১৯২৪ সালে মাগুরা শহরের কেন্দ্রস্থলে এই প্রতিষ্ঠানটি কতিপয় সমাজসেবীদের প্রচেষ্টার মুসলিম জনগনের মধ্যে শিক্ষার আলো পোঁছে দেওয়ার লক্ষ্যে একটি মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠিত হয়। ৪ একর ৮২ শতক জমির উপর ১৫ কক্ষ বিশিষ্ট মনোরম দ্বিতল ভবন নিয়ে বিদ্যালয়টি অবস্থিত।
১৯৩৪ সনে ইহা কলিকাতা মাদ্রাসা বোর্ড কর্তৃক “মাগুরা হাই মাদ্রাসা” হিসাবে অনুমোদন লাভ করে। পরবর্তীতে সরকারী নীতি অনুযায়ী এবং জনগনের ইচ্ছার প্রতিফলন স্বরূপ একে মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করা হয়। এই সময় হতে বিদ্যালয়টির নাম পরিবর্তন করে “মাগুরা একাডেমী” নামকরণ করা হয়। ১৯৫৯ সালে বিদ্যালয়টি শিক্ষা বোর্ড কর্তৃক মাধ্যমিক বিদ্যালয় হিসাবে অনুমোদন লাভ করে। দীর্ঘদিন যাবৎ কৃতিত্বের সাথে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন খাঁন জিয়াউল হক। এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করেই মাগুরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এর মধ্যে আদর্শ কলেজ, দুদ মল্লিক বালিকা বিদ্যালয়, হোমিওপ্যাথিক কলেজ ও আর্ট স্কুল। বিদ্যালয়টি মাগুরা শহরের একটি ঐতিহ্যবাহি আর্দশ শিক্ষা নিকেতন।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত