
Home মাগুরা জেলা / Magura District > মাগুরা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৪৪)
এই পৃষ্ঠাটি মোট 99819 বার পড়া হয়েছে
মাগুরা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৪৪)
ব্রিটিশ রাজত্বের শেষ প্রান্তে ১৯৪৪ সালে অবরোধ বাসীনী নারী সমাজের মাঝে জ্ঞানদারের লক্ষ্যে মাগুরা শহরের প্রাণকেন্দ্রে প্রাথমিক বিদ্যালয় হিসাবে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মরহুম মুহাম্মদ ছাবের আলী মুন্সী ও উকিল বাবু নিবারণ চন্দ্র চক্রবর্তী। ১.৯৫ একর জমির উপর ২২ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন ও প্রধান শিক্ষয়িত্রীর একতলা বাস ভবন নিয়ে বিদ্যালটির অবস্থান।
প্রথম পর্যায়ে বিদ্যালয়টির ছিল মাত্র একটি কাঁচা টিনের ঘর। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মোঃ ছাবের আলী মুন্সী ও বাবু নিবারণ চন্দ্র চক্রবতীর ত্যাগ ও দানে উদ্বুদ্ধ হয়ে পরবর্তীতে অনেকেই স্বতঃস্ফূর্তভাবেই বিদ্যালয়টির উন্নয়নের জন্যে এগিয়ে আসেন এবং সার্বিক সহযোগিতা করেন। ১৯৪৮ সালে বিদ্যালয়টি মধ্য ইংরেজী (এম, ই) স্কুলে এবং ১৯৫৪ সালে পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয়। ১৯৭০ সালে বিদ্যালয়টি সরকারীকরণ করা হয় তখন হতে বিদ্যালয়টির নামকরণ করা হয়। মাগুরা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়। বিদ্যালয়টি মাগুরা জেলার নারী শিক্ষার একটি গৌরবময় প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত