
Home মাগুরা জেলা / Magura District > মাগুরা সরকারী উচ্চ বিদ্যালয় (১৮৫৪)
এই পৃষ্ঠাটি মোট 99856 বার পড়া হয়েছে
মাগুরা সরকারী উচ্চ বিদ্যালয় (১৮৫৪)
বৃহত্তর যশোর জেলার প্রাচীনতম শিক্ষা নিকেতন এই মাগুরা সরকারী উচ্চ বিদ্যালয়, বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে অতিক্রান্ত করেছে তার জীবনের ১৩৫টি বৎসর। বর্তমানে বিদ্যালয়টি প্রায় ১৪ একর জমির উপর বৃহৎ মনোরম দ্বিতল ভবন ও প্রধান শিক্ষকার বাস ভবন নিয়ে দাঁড়িয়ে আছে। বিদ্যালয়টির প্রতিষ্ঠিতা প্রধান শিক্ষক বাবু যতীন্দ্রনাথ সিংহ মহাশয়।
ফরিদপুর জেলার অধিবাসী বাবু যতীন্দ্রনাথ সিংহ মহাশয় আনুমানিক ১৮৫৪ সালে শিবরামপুর গ্রামে এই মাইনর স্কুলটির প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে প্রয়োজনের তাগিদে এই স্কুলটি স্থানান্তরিত হয় মাগুরা শহরের প্রাণকেন্দ্রে একটি খড়ের ঘরে। ১৮৬০ সালে বিদ্যালয়টি কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক উচ্চ ইংরেজী বিদ্যালয় হিসাবে অনুমোদন লাভ করে। পরবর্তীতে স্থায়ী অনুমোদন পায়। ১৮৭৬ সালে এক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় মাগুরা উচ্চ ইংরেজী বিদ্যালয়টি। তদানিন্তন মহকুমা প্রশাসক বাবু কালী প্রসন্ন সিংহ মহাশয়ের প্রচেষ্টায় বিদ্যালয়টি আবার পূর্ণজন্ম লাভ করে একটা একতলা গৃহে। যেখানে আজ মহিলা কলেজসহ অন্য কয়েকটি প্রতিষ্ঠানের আবাস ভূমি। বিদ্যালয়টিকে ১৯৮১ সালে বর্তমান ভবনে স্থানান্তর করেন তদানিন্তন সংস্থাপন মন্ত্রী মাজেদুল হক।
বারবার এ বিদ্যালয়টির জীবনে এসেছে নাম পরিবর্তন ও সংযোজনের পালা। সর্বপ্রথম শিবরামপুর মাইনর স্কুলে হতে মাগুরা উচ্চ ইংরেজী বিদ্যালয়। এ নামটির পরিবর্তন হয়ে ১৯৬০ এর দশকে সংযোজিত হয় মাগুরা মডেল হাই স্কুল। সর্বশেষে ১৯৭০ সালে বিদ্যালয়টির আবার নুতন নামকরণ হয় মাগুরা সরকারী উচ্চ বিদ্যালয়।
বিদ্যালয়টি কালের স্রোতে বিভিন্ন রূপ পরিগ্রহ করে আজকের যে বর্তমান অবস্থায় উন্নীত হয়েছে সেটা হলো স্থানীয় জনসাধারণ এবং বাংলাদেশ সরকারের যৌথ প্রচেষ্টার ফসল ।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত