
Home মাগুরা জেলা / Magura District > পারনান্দুয়ালী মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৯)
এই পৃষ্ঠাটি মোট 99897 বার পড়া হয়েছে
পারনান্দুয়ালী মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৯)
এক একর তেষট্টি (১.৬৩) শতক জমির উপর ৩ কক্ষ বিশিষ্ট একতলা ভবন, একটি ৪ কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর ও একটি দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা অফিস গৃহ নিয়ে পারনান্দুয়ালী মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালটির প্রথম প্রধান শিক্ষক এস, এ, সিদ্দিকী।
এই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের অভাব উপলব্ধি করে স্থানীয় বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের সমন্বিত প্রচেষ্টায় বর্তমান বিদ্যালয়টি ১৯৬৯ সালে জুনিয়র বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং যশোর শিক্ষা বোর্ড কর্তৃক বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে ১৯৭৪ সালে। বিদ্যালয়টির প্রতিষ্ঠা ও এর উন্নতিতে সক্রিয় ভূমিকা পালন করেন মরহুম মুন্সী জয়েন উদ্দীন, এ্যাডভোকেট, হাবিবুর রহমান, মাহবুবুল হক, মোঃ নুরুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ গোলাম মওলা, মোঃ ইছাক মিয়া, প্রাক্তন ইউ, পি, চেয়ারম্যান, মোঃ শামছুর রহমান, হাজী আবু বক্কর মিয়া, মোঃ মোখলেছুর রহমান (প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সরকারী মাগুরা কলেজ) এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। এখানে বিশেষভাবে উল্লে¬খ্য যে, পারনান্দুয়ালী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের ও অন্যান্য বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের সহযোগিতায় এখানে "সমন্বিত অন্ধ শিক্ষা প্রকল্প" নামে একটি প্রতিষ্ঠান পরিচালিত আছে। বর্তমানে দশজন অন্ধ-ছাত্র সমন্বিত অন্ধ শিক্ষা প্রকল্পের হোস্টেলে থেকে পড়াশুনা করছে। তাদের খরচ এ, বি, সি সংস্থা, ঢাকা বহন করে থাকে। উক্ত অন্ধ শিক্ষা প্রকল্পের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন, পারনান্দুয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার। বিদ্যালয়টি এই এলাকার একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত