
Home মাগুরা জেলা / Magura District > শিবরামপুর মাধ্যমিক বিদ্যালয় (১৯৬০)
এই পৃষ্ঠাটি মোট 99836 বার পড়া হয়েছে
শিবরামপুর মাধ্যমিক বিদ্যালয় (১৯৬০)
বিশিষ্ট সমাজসেবী ও পৌরসভার সাবেক চেয়ারম্যান খন্দকার আব্দুল মাজেদ এই অঞ্চলের শিক্ষার অসুবিধার কথা মনে প্রাণে অনুধাবন করে স্থানীয় জনগণকে বিদ্যালয়টি স্থাপনের ব্যাপারে উৎসাহীত করেন। সকলের সক্রিয় অংশগ্রহণে এবং তৎকালীন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান এই গ্রামেরই কৃতি সন্তান আবদুর রউফ এর সহায়তায় একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন। উক্ত প্রাথমিক বিদ্যালয় সরকারী অনুমোদন প্রাপ্তির দীর্ঘ ৩০ বছর পরে সময়ের বিবর্তনে উক্ত অঞ্চলে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজন অপরিহার্য হয়ে পড়ে। তারপর এক শুভক্ষণে খোন্দকার আব্দুল মাজেদ ও অন্যান্যদের আন্তরিক প্রচেষ্টায় ১৯৬০ সালে ঐ প্রাথমিক বিদ্যালয় গৃহে শ্রেণী কার্যক্রম শুরু হয় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে। ১৯৭১ সালে স্বাধীনতার পর বাবু রাম নারায়ণ শিকদার ১ একর ১৭ শতক জমি দান করেন। অতঃপর খোন্দকার আঃ মাজেদ মাগুরা পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে বিদ্যালয়ের নিজস্ব জমিতে গৃহ নির্মাণ করে বিদ্যালয়টি স্থানান্তর করেন। ১৯৭২ সালে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক ও ১/১/৮৬ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে যশোর শিক্ষা বোর্ডের স্বীকৃতি লাভের মাধ্যমে এলাকাবাসীর বহুদিনের আশা আকাংখার বাস্তবায়ন হয়। বর্তমানে বিদ্যালয়টির মোট জমির পরিমাণ ১ একর ১৭ শতক। এর ২টি সেমি পাকা গৃহ আছে, যার দৈর্ঘ্য প্রস্থ ১০০ফুট ২০ ফুট এবং ৫০ ফুট ২০ ফুট। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বাবু সত্যেন্দ্রনাথ বৈদ্য (বি. এ. বি. এড)।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত