
Home মাগুরা জেলা / Magura District > মাগুরা বৃত্তি মূলক প্রশিক্ষণ কেন্দ্র (১৯৬৫)
এই পৃষ্ঠাটি মোট 99874 বার পড়া হয়েছে
মাগুরা বৃত্তি মূলক প্রশিক্ষণ কেন্দ্র (১৯৬৫)
১৯৬৫ সনে মাগুরা বৃত্তি মূলক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপিত হয়। এখানে খামার বিদ্যা এবং কাঠের কাজ ও ছাঁচের টেকনিক শেখানোর কোর্স প্রবর্তিত আছে। ১৯৬৫-৬৬সনে ‘খামার’ কোর্সে ১৯জন এবং কাঠের কাজ ও ছাঁচের কোর্সে ১০জন ছাত্র ছিল। ১৯৬৬-৬৭সনে কারিগরী প্রশিক্ষণ প্রাপ্ত ম্যাট্রিকুলেট শিক্ষক ছিলেন ৪জন। নিজস্ব ভবন নির্মিত হওয়ার পর প্রশিক্ষণ কেন্দ্রটির আরও সম্প্রসারণ ঘটে। ১৯৬৫-৬৬ সনে বার্ষিক ব্যয়ের পরিমাণ ছিল ৮৪,০২২.৭২টাকা।
উপরোক্ত তথ্য বিশ্লেষন করলে দেখা যায় বৃহত্তর যশোর জেলায় সরকারী বৃত্তিমূলক প্রশিক্ষণ ইন্সটিটিউটের সংখ্যা ১৯৮৭-৮৮সনে ছিল ৪টি ১৯৮৯-৯০সনে সে সংখ্যা অপরিবর্তিত থেকে যায় কিন্তু শিক্ষক সংখ্যা এবং শিক্ষার্থী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। শিক্ষার্থী সংখ্যা ১৯৮৮ সনে যেখানে ছিল ২১০ জন ১৯৯০সনে তা বৃদ্ধি পেয়ে হয় ৩০৩ জন।
তথ্য সূত্র:
বাংলাদেশ জেলা গেজেটীয়ার বৃহত্তর যশোর