
Home মাগুরা জেলা / Magura District > বিনোদপুর বসন্ত কুমার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯০৪)
এই পৃষ্ঠাটি মোট 99912 বার পড়া হয়েছে
বিনোদপুর বসন্ত কুমার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯০৪)
নবগঙ্গা নদীর তীরে মনোরম পরিবেশে নারিকেল সুপারী আম্র বৃক্ষে ঘেরা বৃদ্ধ বিটপীর তলে ৯ একর জমির উপর ৫ কক্ষ বিশিষ্ট একতলা ভবন, সেমি পাকা ভবন, ৭ কক্ষ বিশিষ্ট ছাত্রাবাস, মসজিদ, খেলার মাঠ, পুকুর এবং দোকান হিসাবে ভাড়া দেওয়া ১৬ টি টিনের ঘর নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নরেশ চন্দ্র চ্যাটার্জী।
যশোর জেলার অন্তর্গত কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাঠি গ্রামের প্রখ্যাত বসু পবিারের সন্তান ও মাগুরা বারের বিশিষ্ট আইনজীবি বসন্তবাবু স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতায় ১৯০৪ খৃষ্টাব্দে এম. ই স্কুল হিসাবে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তাঁর সহযোগিদের মধ্যে আলোক দিয়ার পীর সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সৈয়দ আবদুল মজিদ, মরহুম মুকতার আলী সরদার, অম্বিকা চরণ পাল, কেদার নাথ ঘোষ, যাদব চন্দ্র সাহা, প্রিয়নাথ মুখার্জী, বরদাকান্তি সরকার প্রমুখ উল্লেখযোগ্য। বিদ্যালয়টি ১৯১১ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক উচ্চ ইংরেজী (এইচ, ই) স্কুল হিসাবে স্থায়ী স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টির জন্মলগ্নে জমি দাতা হিসেবে অন্যানের মধ্যে মরহুম মুকতার আলী সরদার অন্যতম। বিদ্যালয়টি প্রথমে বসন্ত বাবুর নামে হয়নি। তাঁর মৃত্যূর পর তার অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁর নামে নামকরণ করা হয়। বিদ্যালয়টি এই এলাকার বিদ্যার্থীদের জ্ঞানলাভের একটি প্রাচীন ঐতিহ্যবাহী আদর্শ বিদ্যাপীঠ।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত