
Home মাগুরা জেলা / Magura District > গোপীনাথপুর এম. এ খালেক দ্বিমু-খী (১৯৭০)
এই পৃষ্ঠাটি মোট 99892 বার পড়া হয়েছে
গোপীনাথপুর এম. এ খালেক দ্বিমু-খী (১৯৭০)
বিশিষ্ট সমাজসেবী ও বিনোদপুর হাই স্কুলের প্রধান শিক্ষক গোলাম রব্বানী (বি.এ.বি.এড) ১৯৭০ খৃষ্টাব্দে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ২.১০ শতক জমির উপর ৩টি বৃহৎ সেমিপাকা ভবন, পুকুর ও খেলার মাঠ নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বাবু ঈশান চন্দ্র বিশ্বাস (ভারপ্রাপ্ত)।
স্থানীয় তরুণ ছেলেরা ১৯৬৮ সনে এস. কে. বি. এম. জি নামে একটি সমিতি গড়ে তোলে। পরে এই সমিতিতে আবুল কাশেমের প্রস্তাবে ও সমিতির সদস্যদের সহযোগিতায় স্থানীয় দরিদ্র ছেলেমেয়েদের লেখা পড়ার জন্য বিদ্যালয় হিসেবে চালু করা হয়। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বৃহত্তর যশোর জেলার জাতীয় পরিষদ সদস্যদের এই বিদ্যালয়ে এক সম্বর্ধনা দেওয়া হয়। জাতীয় পরিষদ সদস্য মোঃ মশিয়ুর রহমান তাঁর ভাষণে তৎকালীন সোহরাওয়াদি মন্ত্রী সভার পূর্ত ও শ্রম দপ্তরের মন্ত্রী মোঃ আব্দুল খালেকের নামে বিদ্যালয়টির নামকরণের প্রস্তাব করেন, যাহা সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়। ১৯৪৭ সালে ইহা মাধ্যমিক বিদ্যালয় হিসাবে অনুমোদিত হয়। নিতান্তই পল্লী বলয়ে অবস্থিত বলে প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত বিদ্যালয়টির বিশেষ কোন উন্নতি হয় নাই। বিদ্যালয়টি এই এলাকার ছেলেমেয়েদের শিক্ষা লাভের একমাত্র বিদ্যাপীঠ।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত