
Home মাগুরা জেলা / Magura District > মহম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৬৯)
এই পৃষ্ঠাটি মোট 99791 বার পড়া হয়েছে
মহম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৬৯)
১৯৬৯ খৃষ্টাব্দে স্থানীয় বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় মহম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়টি। ১.৫০ শতক জমির উপর পাকা ও সেমি পাকা মোট ১২ কক্ষ বিশিষ্ট ৩টি ভবন, নিজস্ব পুকুর ও খেলার মাঠ নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালটির প্রথম প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম।
স্বাধীনতার পূর্বে উপজেলা সদর সত্ত্বেও এখানে কোন মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। সেই অভাব পুরণের লক্ষ্যে আবুল হোসেন মিয়া, মোঃ গোলাম হোসেন, মোঃ রফি উদ্দিন, আঃ শুকুর এবং ধুপুড়িয়ার বাবু রামপদ বিশ্বাস, মোঃ রোস্তম শিকদার প্রমুখ ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে একটি নারী শিক্ষা প্রতিষ্ঠান শুরু করেন। প্রথমে ইহা জুনিয়র হিসাবে এবং পরে ১৯৭৮ সনে মাধ্যমিক হিসাবে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত হয়। বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরী উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কিছু আর্থিক সাহায্য প্রদান করেছেন। বিদ্যালয়টি অসংখ্য সমস্যার মধ্য দিয়েও তার অগ্রযাত্রাকে সম্বনিত রেখেছে।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত