
Home মাগুরা জেলা / Magura District > নহাটা রানী পতিত পাবনী বহুমুখী উচ্চ বিদ্যালয় (১৯২৪)
এই পৃষ্ঠাটি মোট 99847 বার পড়া হয়েছে
নহাটা রানী পতিত পাবনী বহুমুখী উচ্চ বিদ্যালয় (১৯২৪)
স্বচ্ছ সলিলা নবগঙ্গা নদীর পূর্ব তীরে এক মনোরম ও স্বাস্থ্যকর স্থানে ৪ একর ৫০ শতক জমির উপর একতলা বিজ্ঞান ভবন, একতলা প্রধান ভবন, এল প্যাটার্ণ আধাপাকা ভবন, আধাপাকা লাইব্রেরী ভবন ও ২টি আধাপাকা কমন রুম নিয়ে বিদ্যালয়টি অবস্থিত।
এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের দারুণ অভাব অনুভুত হওয়ায় বিশিষ্ট জ্ঞান-তাপস, বিদ্যোৎসাহী বাবু শরৎচন্দ্র ভট্টাচার্য এখানে একটা বিদ্যালয় প্রতিষ্ঠার মানসিকতা প্রকাশ করেন এবং বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা শুরু করেন। তাঁর অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও অদম্য প্রচেষ্টার ফলে বিদ্যালয়টি ১৯২৪ সালে স্থাপিত হয়। রাজা প্রমথ ভূষণ দেবরায় বাহাদুর ও তাঁর স্ত্রী রানী পতিত পাবনী এই বিদ্যালয়ের প্রধান পৃষ্টপোষক ছিলেন। কালীগঞ্জের নলডাঙ্গা রাজস্টেটের রাজা প্রমথ ভূষণ দেবরায় বাহাদুর ও তাঁর স্ত্রী’র নামানুসারে বিদ্যালয়টির নামকরণ করা হয় রানী পতিত পাবনী। এই স্বনামধন্য রাজার রাজবাড়ী নহাটায় অবস্থিত। এই স্বনামধন্য রাজার রাজবাড়ী নহাটায় অবস্থিত। এই রাজবাড়ীর ধ্বংসাবশেষ এখনও বিদ্যমান। আর্থিক অনুদান ছাড়াও এই বিদ্যালয়ে তিনি সাড়ে তিন একর জমিও দান করেন। এই বিদ্যালয়ের পশ্চিম পার্শ্ব রানীর আর্থিক সাহায্যে রানী পতিত পাবনী দাতব্য চিকিৎসালয় স্থাপিত। বর্তমানে সরকারী সাহায্যে এই দাতব্য চিকিৎসালয়টি আধুনিক হাসপাতালে পরিণত হয়েছে। বিশ্ব নন্দিত নৃত্য শিল্পী উদয়শংকরের শ্বশুর অক্ষয় কুমার নন্দী এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সেক্রেটারী হিসেবে গুরুদায়িত্ব পালন করেন। এই পদে থেকে অন্য যারা বিদ্যালয়টিকে পূর্ণাঙ্গ করতে অবদান রেখেছেন তারা হলেন: ১) অম্বিকা চরণ সেন, ২) আঃ হামিদ মোল্যা, ফুলবাড়ীয়া, ৩) মোঃ নজরুল ইসলাম মোল্যা, নারানদিয়া। এই বিদ্যালয়ের কৃতী ও যশস্বী প্রধান শিক্ষকগণ ছিলেন, ক) শরৎচন্দ্র ভট্টাচার্য, খ) বগলাজীৎ সেনগুপ্ত (ডবল এম, এ), গ) অনন্ত কুমার চক্রবর্তী (বি, এ, বি, টি), ঘ) অমলেন্দু সরকার, ঙ) শ্রীপতি ভট্টাচার্য, চ) পঞ্চানন চক্রবর্তী, ছ) মোঃ জাকির হোসেন, জ) মোসারেফ হোসেন, ঝ) খন্দকার জয়নাল আবেদীন ও ঞ) মোঃ আলতাফ হোসেন মোল্যা (বি.এ.বি-এড)। বিদ্যালয়টি এতদঞ্চলের একটি ঐতিহ্যবাহী আদর্শ বিদ্যাপীঠ।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত