
Home মাগুরা জেলা / Magura District > আর, এস, কে, এইচ, ইনষ্টিটিউশন মহাম্মদপুর (১৯৪১)
এই পৃষ্ঠাটি মোট 99881 বার পড়া হয়েছে
আর, এস, কে, এইচ, ইনষ্টিটিউশন মহাম্মদপুর (১৯৪১)
মাগুরা জেলার অন্তর্গত মহাম্মদপুর উপজেলা সদরে মধুমতি নদীর পশ্চিম পার্শ্বে এবং রাজা সীতারামের “রাম সাগর” অধুনা মহাম্মদপুর বাওড়ের উত্তরে দক্ষিণা মলয় সমীরণে প্রায় সাত একর জমির উপর ১৪ কক্ষ বিশিষ্ট তিনটি আধা পাকা ভবন নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টির প্রথম প্রধান শিক্ষক মরহুম মহম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।
পূর্বে মহম্মদপুরে একটি মাত্র এম. ই স্কুল ছাড়া এতদাঞ্চলে আর কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। উক্ত স্কুলে ষষ্ট শ্রেণী পর্যন্ত শিক্ষা দান করা হত। উচ্চতর শ্রেণীতে অধ্যায়নের জন্য শিক্ষার্থীদের দূর দূরান্ত হতে উচ্চ বিদ্যালয়ে শরণাপন্ন হতে হত। অনেকের পক্ষেই সেটা সম্ভব হত না। সে কারণে এলাকায় শিক্ষা বিস্তারের তেমন সুযোগ ছিল না। তাই এলাকাবাসী একটা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বহুকাল ধরে অনুভব করে আসছিল, কিন্তু আন্তরিকতা ও উদ্যোগের অভাব থাকায় শিক্ষানুরাগী জনগণের আশা বাস্তবায়িত হচ্ছিল না। অবশেষে মহম্মদপুর গ্রামের মরহুম মুন্সী ইব্রাহীম হোসেন ও হরেকৃষ্ণ পুর গ্রামের মরহুম আব্দুল জব্বার মিয়া নামে এই দুই সহৃদয় ব্যক্তিদ্বয় বিশেষ উদ্যোগী হন। তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং পরিশ্রমের ফলে ১৯৪১ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। সংগে সংগে বহু দিনের এম. ই স্কুলটির অস্তিত্ব বিলুপ্ত হয়। বিদ্যালয়টি ১৯৫৭ সালে শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদন লাভ করে।
মহাম্মদপুর, বাংলার বারো ভূইয়ার অন্যতম ভূইয়া রাজা সীতারামের রাজধানী। তাই ঐতিহাসিক স্মৃতির প্রতি শ্রদ্ধা স্বরূপ তৎকালীন মহকুমা প্রশাসক, মাগুরা এর অনুরোধে বিদ্যালয়ের নামকরণে রাজা সীতারামের নাম প্রতিষ্ঠাতা গ্রুপের নামের সাথে সংযুক্ত হয়। রাজা সীতারাম ও প্রতিষ্ঠাতা দ্বয়ের পিতা যথাক্রমে কাজেম উদ্দিন ও হাসান উদ্দীনের নামের আদ্যক্ষর সমন্বয়ে বিদ্যালয়টির নাম আর. এস. কে. এইচ. ইনস্টিটিউশন মহাম্মদপুর করা হয়। বিদ্যালয়টি একটি গৌরবময় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসাবে সর্বজন স্বীকৃত।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত