
Home মাগুরা জেলা / Magura District > আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় (১৯৭৪)
এই পৃষ্ঠাটি মোট 99856 বার পড়া হয়েছে
আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় (১৯৭৪)
এই অঞ্চলের জনগনের দীর্ঘদিনের স্বপ্নের বাস্তব ফসল এই আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়। মোট ২ একর ২৪ শতক জমির উপর ৬ কক্ষ বিশিষ্ট পাকা ভবন নিয়ে ফটকী নদীর দক্ষিণ তীরে প্রাকৃতিক শান্ত, কাব্যি, পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত। এলাকার স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় ১৯৭৪ খৃষ্টাব্দে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মুহাম্মাদ মাখদুম হোসেন। যাদের সাহায্য ও সহযোগিতার ফলে বিদ্যালয়টির প্রতিষ্ঠা ও উন্নয়ন সম্ভব হয়েছে তারা হলেন, মুন্সী জালাল উদ্দীন, ইসরাইল শিকদার, সৈয়দ আমজাদ আলী (প্রধান শিক্ষক, আড়পাড়া হাই স্কুল), মাখদুম হোসেন, মোঃ শামছুর রহমান, আবু সুফিয়ান, হরেন্দ্রনাথ জোয়াদ্দার, জালাল উদ্দীন মোল্যা প্রমুখ ব্যক্তিবর্গ। প্রথম অবস্থায় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে একটি সাধারণ গৃহে এর শ্রেণী কার্যক্রম পরিচালিত হতো। বিদ্যালয়টি ১৯৮৫ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে যশোর শিক্ষা বোর্ডের অনুমোদন লাভ করে। বিদ্যালয়টি এই এলাকার নারী শিক্ষার্থীদের শিক্ষা লাভের একমাত্র আদর্শ বিদ্যাপীঠ।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত