
Home মাগুরা জেলা / Magura District > হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৭)
এই পৃষ্ঠাটি মোট 99941 বার পড়া হয়েছে
হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৭)
অজ পাড়াগায়ে যে একটি আদর্শ রুচি সম্মত বিদ্যাপীঠ প্রতিষ্ঠিত হতে পারে তা এই সাচিলাপুর বিদ্যালয় না দেখলে ধারণা করা যায় না। বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সকল বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ নেতৃত্ব প্রদান করেছিলেন তাঁদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য, কাজী শরিফুল ইসলাম, শ্রীশচন্দ্র সাহা, অনাথ বসু, আ্যাডঃ আব্দুল মালেক, গারিশ উল্লাহ, কাজী নোয়াবুল ও প্রাক্তন প্রধান শিক্ষক কাজী ফয়জুর রহমান। ১৯৮৯ সনের কোন এক সময়ে মাগুরার জেলা প্রশাসক আকস্মিক পরিদর্শন করে বিদ্যালয়টি সম্পর্কে মন্তব্য করেছেন, দেখলাম “মুগ্ধ হলাম”। সত্যিই তাই। ৩৬ জন ছাত্র/ছাত্র নিয়ে যাত্রা শুরু করে আজ এর ছাত্র/ছাত্রী সংখ্যা প্রায় ৭০০। প্রতি বছর জুনিয়র বৃত্তি এবং মাধ্যমিক পরীক্ষায় প্রায়ই সকলেই উত্তীর্ণ হয়। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সম্পূর্ণ বেসরকারী পরিচালিত, এমন একটি বিদ্যালয় আছে এটা অনেকেরই না জানার কথা। ছাত্র/ছাত্রীদের প্রায় সব রকম প্রশিক্ষণ দেওয়া হয়। বার্ষিক ক্রীড়া ও সাহিত্য পত্রিকা জাকজমকের সহিত অনুষ্ঠিত ও প্রকাশিত হয়। বাংলাদেশের বহু বিরল ব্যক্তিত্ব বিদ্যালয়টির ভূয়শী প্রসংশা করেছেন। ১৯৮৭ সালে বৃহত্তর যশোর জেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে ইহা জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়। এই বিদ্যালয়টির উন্নতি ও সুনামের মূলে নিঃসন্দেহে যার অক্লান্ত পরিশ্রম ও নিরলস চেতনা কাজ করছে তিনি হলেন কাজী ফয়জুর রহমান-প্রতিষ্ঠাতা ও প্রাক্তন প্রধান শিক্ষক। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে স্থানীয় বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের উদ্যোগে। বিদ্যালয়টিতে রয়েছে সেমি পাকা ভবন, বাঁশের বেড়াযুক্ত টিনের ঘরসহ মোট ১৪টি কক্ষ, ছাত্র/ছাত্রীর বিশ্রামাগার, ক্যান্টিন ও ছাত্রাবাস। এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন কাজী ফয়জুর রহমান (এম, এ, বি-এড)।
১৯৬৭ সালে ইহা দশম শ্রেণী পর্যন্ত একই সঙ্গে শুরু করে এবং যশোর শিক্ষা বোর্ড ১৯৬৮ সালে শর্ত সাপেক্ষে এর মজুরী প্রদান করে। প্রথমে ইহা সম্মিলনী নামে শুরু করলেও যেহেতু যশোর শহরে এই নামে বহু পুরাতন একটি বিদ্যালয় আছে। সেই জন্য ৭/৮/৬৯ তারিখে মেম্বার আঃ মতলেবের প্রস্তাবে ইহা হাট দারিয়াপুর সম্মিলনী বিদ্যালয় নামে নামকরণ হয়।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত