
Home মাগুরা জেলা / Magura District > খামারপাড়া দ্বি-মুখী মাধ্যমিক বালক বিদ্যালয়
এই পৃষ্ঠাটি মোট 99877 বার পড়া হয়েছে
খামারপাড়া দ্বি-মুখী মাধ্যমিক বালক বিদ্যালয়
প্রাক্তন চেয়ারম্যান মরহুম আবদুস সালামের চিন্তার ফসল এই বিদ্যালয়টি। তার সাথে সহযোগিতা করেন, কাজী ফকর উদ্দীন, ডাঃ শমশের আলী, মুন্সী মতিয়ার রহমান রেজা এলাহী প্রমুখ। কুমার নদের তীরে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর গ্রাম্য দরিদ্র জনগোষ্টীর বহুদিনের শিক্ষা সমস্যার সমাধান হয়েছে। অন্যথায় এই পল্লী জনপদটি অন্ধকারে নিমজ্জিত হত। ২.০৭ একর জমির উপর সন্মুখে খেলার মাঠ-সহ ১টি পাকা বিজ্ঞানাগার এবং টিনের ছাউনীসহ সেমীপাকা ১০ কক্ষ বিশিষ্ট ক্লাস রুম ও অফিসরুম নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। যার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক খোন্দকার রেজা এলাহী (বি, এ, বি-টি)।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত