
Home মাগুরা জেলা / Magura District > মধুপুর রাধাচরন মাধ্যমিক বিদ্যালয় (১৯৭৫)
এই পৃষ্ঠাটি মোট 99955 বার পড়া হয়েছে
মধুপুর রাধাচরন মাধ্যমিক বিদ্যালয় (১৯৭৫)
কামারখালী ঘাটের উত্তরে কুমার নদীর তীরে এক অবহেলিত পল্লীর প্রান্তে ১৯৭৫ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে বিদ্যালয়টির আত্মপ্রকাশ ঘটে। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা এলাকার স্থায়ী বাসিন্দা হরিপদ বিশ্বাস। তিনি বিদ্যালয়টির প্রতিষ্ঠার ক্ষেত্রে জমি দান সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। বর্তমানে বিদ্যালয়টি ২.০০ একর জমির উপর ১০ কক্ষ বিশিষ্ট টিনের ঘর নিয়ে অবস্থিত। বিদ্যালয়টির প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রনজিৎ কুমার বিশ্বাস।
প্রথম পর্যায়ে বিদ্যালয়টি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে তার যাত্রা শুরু করে এবং কিছু দিনের মধ্যেই বিদ্যালয়ের নিজস্ব কাঁচা ঘর নির্মাণ করা হয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা হরিপদ বিশ্বাসের পিতার নামে নামকরণ করা হয়। ১৯৮৬ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসাবে যশোর শিক্ষা বোর্ডের অনুমোদন লাভ করে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সকল ব্যক্তির দান ও ত্যাগ অপরিসীম তাদের মধ্যে উল্লেখযোগ্য দয়াল চন্দ্র রায়, বীরেন্দ্র নাথ বিশ্বাস, গনপতি বিশ্বাস, সুজিৎ কুমার বিশ্বাস, দ্বিজেন্দ্র নাথ বিশ্বাস, সুনিল কুমার মৈত্র, রমেশ চন্দ্র সরকার, দ্বীজেন্দ্র নাথ রায়, কিরণ চন্দ্র বিশ্বাস, রনজিৎ কুমার বিশ্বাস ও মাগুরার বিশিষ্ট আইন ব্যবসায়ী ও প্রাক্তন সংসদ সদস্য আসাদুজ্জামান। বিদ্যালয়টি এই এলাকার একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত