
Home মাগুরা জেলা / Magura District > নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয় (১৯১১)
এই পৃষ্ঠাটি মোট 99771 বার পড়া হয়েছে
নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয় (১৯১১)
নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয়টি শ্রীপুর উপজেলার নাকোল বাজারের প্রাণকেন্দ্রে গড়াই নদীর নিকটবর্তী পল্লীর এক মনোরম পরিবেশে ৭ একর জমির উপর ১৪ কক্ষ বিশিষ্ট পাকা ও আধাপাকা ভবনসহ প্রধান শিক্ষকের বাসগৃহ নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টি ১৯১১ সালে এই এলাকাবাসীদের নিরক্ষরতা দূরীকরণের উদ্দেশ্যে উচ্চ ইংরেজী বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদন লাভ করে। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা রাইচরনের নামের সাথে আঞ্চলিক গ্রামের নাম নাকোল সংযুক্ত করে নামকরণ করা হয় “নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়” সংক্ষেপে আর, সি, মাধ্যমিক বিদ্যালয়। এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন প্রয়াত অমল কৃষ্ণ মজুমদার। বিদ্যালয়টির প্রাচীন ঐতিহ্য রক্ষার্থে ও উহার উন্নয়নের ক্ষেত্রে এলাকাবাসী ও শিক্ষকদের অবদান অবিস্মরণীয়। বিদ্যালয়টি এই এলাকার একটি প্রাচীন ঐতিহ্যবাহী আদর্শ বিদ্যাপীঠ।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত