বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মোঃ শামসুদ্দিন যশোর ওয়েবসাইট উন্নয়নে অসাধারণ ভূমিকা রেখে চলেছেন। চলতি বছরের জুন হতে জুলাই মাত্র ১ মাস সময়ের মধ্যে ৬০ হাজার টাকার বিজ্ঞাপন সংগ্রহ করে দিয়ে তিনি রেকর্ড সৃষ্টি করেছেন। এই ওয়েবসাইট উন্নয়নে গত ১০ বছরে এত অল্প সময়ের মধ্যে আর কেউ এত টাকার বিজ্ঞাপন সংগ্রহ করে সহযোগিতা করেনি। বিজ্ঞাপন হতে প্রাপ্ত নগদ এই অর্থ দিয়ে যশোর.ইনফো নামে একটি ফাউন্ডেশন তৈরীর সম্পূর্ণ ব্যয়ভার নির্বাহ করা হয়েছে এবং যশোর.ইনফো এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে একটি স্মরণীকা প্রকাশের প্রাথমিক খরচ পরিচালনা করতে সহায়তা করেছে। তার এই সহযোগিতা যশোর ওয়েবসাইটকে সাময়ে এগিয়ে নেয়ার পথ প্রসস্ত করেছে। যশোরের এই কৃতি সন্তানের প্রতি বৃহত্তর যশোরবাসী আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করবে।