
Home দৃষ্টিপাত (Visibility) > আগামীকাল ২০ মার্চ শুক্রবার ৩.৩০ টায় বৃহত্তর যশোর ভবনে ডা. সিরাজুল আকবরের মৃতুতে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বৃহত্তর যশোরবাসীকে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে।
এই পৃষ্ঠাটি মোট 89414 বার পড়া হয়েছে
আগামীকাল ২০ মার্চ শুক্রবার ৩.৩০ টায় বৃহত্তর যশোর ভবনে ডা. সিরাজুল আকবরের মৃতুতে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বৃহত্তর যশোরবাসীকে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে।
বৃহত্তর যশোর সমিতির সাবেক সভাপতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিশু রো

ডা. সিরাজুল আকবর এর স্মরণে আগামী ২০ মার্চ শুক্রবার বিকাল ৩.৩০ টায় বৃহত্তর যশোর সমিতির পক্ষ থেকে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে ঢাকার নীলক্ষেতে অবস্থিত বৃহত্তর যশোর ভবনের অডিটরিয়মে। ঢাকায় বসবাসরত বৃহত্তর যশোরবাসীকে এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন বৃহত্তর যশোর সমিতি কর্তৃপক্ষ।
যোগাযোগ করুন:
মোঃ আশরাফুল হাবিব ফিরোজ, সাধারণ সম্পাদক, বৃহত্তর যশোর সমিতি- ০১৭২৫৩০০৩৭২
কাজী রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, বৃহত্তর যশোর সমিতি- ০১৭১১৪২১৮৪৩
ভবোতোষ মুখার্জী সুবীর, সভপতি, বৃহত্তর যশোর ওয়েবসাইট- ০১৯৭৪০৯০৯১৩, ০১৭১৪০৯০৯১৩
মোঃ হাসানূজ্জামান (বিপুল), নিবার্হী সদস্য, বৃহত্তর যশোর ওয়েবসাইট- ০১৯১২০৭৪১২৬, ০১৭৯৫৭০৭৬৬৭

বিস্তারিত তথ্য ও ছবি দেখতে নিচে ক্লিক করুন:
http://www.jessore.info/index.php?option=content&value=983