
Home দৃষ্টিপাত (Visibility) > অবশেষে যশোর নওয়াপাড়ার বাসিন্দা, আইটি বিশেষজ্ঞ মুরাদের কাছ থেকে www.jessore.info ডোমেইন নেমটি উদ্ধার করা হলো।
এই পৃষ্ঠাটি মোট 89424 বার পড়া হয়েছে
অবশেষে যশোর নওয়াপাড়ার বাসিন্দা, আইটি বিশেষজ্ঞ মুরাদের কাছ থেকে www.jessore.info ডোমেইন নেমটি উদ্ধার করা হলো।
২০০৩ সালের ১৭ এপ্রিল তারিখে যাত্রা শুরু করে বৃহত্তর যশোরকে নিয়ে ওয়েবসাইট www.jessore.info. প্রতিষ্ঠার পর থেকে আইটি বিষয়ে বিশেষ অভিজ্ঞ বিভিন্ন ব্যক্তির কাছে যশোর ইনফো ডোমেইন ও হোস্টিং এর কন্ট্রোল দেয়ার প্রয়োজন হয়েছে। কখনও কোন সমস্যার সম্মুখিন হতে হয়নি। কিন্ত এই প্রথম ভূল ব্যক্তির হাতে যশোর ইনফো ডোমেইন নেম এর নিয়ন্ত্রণ চলে যাওয়ায় ওয়েবসাইটটি চিরতরে হারিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিলো। অবশেষে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার, যশোর ইনফোর সভাপতি ভবোতোষ মুখার্জী সুবীর এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাজিব কুমার রক্ষিত-এর আন্তরিক চেষ্টায় উদ্ধার করা হয়েছে www.jessore.info ডোমেনইন নেমটি। যশোর ইনফো পরিবার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।
যশোর ইনফো ডোমেইন নেমটি রেজিস্ট্রেশন করা হয় ঢাকার পল্টনে অবস্থিত নেট নিউরন নামের একটি প্রতিষ্ঠান থেকে। পরবর্তীতে ডোমেইন নেমটি ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা শামিউল আমিন শান্ত’র তত্ত্বাবধানে রাখা হয় বেশ কয়েক বছর। এরপর ওয়েবসাইটের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাজিব কুমার রক্ষিত এবং পরবর্তীতে যশোর ইনফো’র নির্বাহী সদস্য সাইদুজ্জামান তুষারের অধিনে রাখা হয় ডোমেন নেমটির নিয়ন্ত্রণ। ২০১৩ সালের মে মাসে হঠাৎ করে তুষারের সার্ভারে সমস্যা দেখা দিলে অত্যন্ত জরুরীভাবে হোস্টিং সরিয়ে নিতে বলা হয়। মুরাদ এর আগে কয়েকবার ইনফো কর্তৃপক্ষের কাছে প্রস্তাব রাখে তার সার্ভারে ডোমেইন ও হোস্টিং রাখার জন্য এবং তার জন্য বাৎসরিক যে ছয় হাজার টাকা খরচ তা তিনি না নেয়ার প্রতিশ্রুতি দেন। এর আগে মুরাদকে ওয়েবসাইটের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের পদমর্যাদায় সম্মানিত করা হয়েছিল। এই সকল কারণে মুরাদকে দায়িত্ব দেয়া হয়েছিল তুষারের সার্ভারটি বন্ধ হবার আগেই ওয়েবসাইটের সম্পূর্ণ ব্যাকআপ নেয়ার জন্য। কাজ শেষে তিনি দাবি করেন কাজটি তিনি অত্যন্ত সফলভাবে করেছেন। এর মধ্যে তুষারের সার্ভার বন্ধ হয়ে যায় এবং সেই সাথে যশোর.ইনফোও বন্ধ হয়ে যায়। এরপর এক মাসের মধ্যে মুরাদ ওয়েবসাইটটি চালু করতে পারেননি। অবশেষে ওয়েবসাইটের সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাজিব কুমার রক্ষিতের দায়িত্ব দেয়া হয় সমস্যাটির সমাধান করতে। রাজিব তখন জানায় ওয়েবসাইটের ব্যাকআপ ফাইলের মধ্যে প্রয়োজনীয় অনেক ফাইল নেই অর্থাৎ ব্যাকআপ সঠিকভাবে নেয়া হয়নি। এই কারণে ওয়েবসাইট চালু করা সম্ভব নয়। এরপর মুরাদের অদক্ষতা প্রকাশ পায় এবং ওয়েবসাইট চিরতরে বন্ধ হবার উপক্রম হয়। অবশেষে উত্তরায় একটি প্রতিষ্ঠনে পাওয়া যায় ওয়েবসাইটের একটি ব্যাকআপ ফাইল। কারণ তুষার তাদের সার্ভারে কিছুদিনের জন্য যশোর ইনফো'র হোস্টিং রেখেছিলেন। সেখানে যোগাযোগ করে তুষার তাদের কাছে রাখা ব্যাকআপ ফাইলটি পাওয়ার ব্যবস্থা করেন। ঐ ব্যাকআপ ফাইল দিয়েই ওয়েবসাইট পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হন রাজিব কুমার রক্ষিত।
মুরাদের অদক্ষতার কথা ভেবে তার কাছে ডোমেইন নেম ও হোস্টিং-এর নিয়ন্ত্রণ রাখা নিরাপদ মনে করেননি ওয়েবসাইটের সভাপতি ভবোতোষ মুখার্জী সুবীর। তাকে ডোমেইন নেম এর নিয়ন্ত্রণ রাজিবের কাছে দিতে বলা হয়। তিনি নানাভাবে এড়িয়ে যেতে থাকেন। পরবর্তীতে তার ঘনিষ্ঠ জনের মাধ্যমে জানা যায় তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ডোমেইন নেম এভাবেই আটকে রেখে বিশেষ সুবিধা আদায়ের চেষ্টা করেন। তখন তার কাছ থেকে ডোমেইনটি উদ্ধারের বিষয়ে আরও বেশী তৎপর যশোর ইনফো টিম। এরই মধ্যে জানা যায় তিনি ঢাকা ছেড়ে স্থায়ীভাবে যশোরের নওয়াপাড়ায় নিজ গ্রামে বসবাস করেছেন। অবশেষে ডোমেইন নেমটি উদ্ধারের দায়িত্ব নেন অতিরিক্ত পুলিশ সুপার ও ওয়েবসাইটের সাংগঠনিক সম্পাদক গৌতম কুমার এবং অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোস্তাফিজুর রহমান। তারা কৌশলে মুরাদকে পুলিশ সদর দপ্তরে ডেকে নিয়ে আসেন। এ খরব জেনে ওয়েবসাইটের সভাপতি ভবোতোষ মুখার্জী সুবীর, রাজিব কুমার রক্ষিত ও আবুল কালাম আজাদ পুশিল সদর দপ্তরে উপস্থিত হন। অবশেষে রাজিব সফলভাবে ডোমেনই নেমটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হন এবং বড় ধরনের একটি বিপর্যয়ের হাত থেকে রক্ষা পায় বৃহত্তর যশোর ওয়েবসাইট www.jessore.info.