
Home দৃষ্টিপাত (Visibility) > বিথীর দুটি কিডনী নষ্ট। চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি এখন নিঃস্ব প্রায়। চেয়ে আছেন সমাজের বিত্তবান ও হৃদয়বানদের দিকে। একটু সহযোগিতার হাত বাড়ানোর মত কেউ কি আছেন ?
এই পৃষ্ঠাটি মোট 89345 বার পড়া হয়েছে
বিথীর দুটি কিডনী নষ্ট। চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি এখন নিঃস্ব প্রায়। চেয়ে আছেন সমাজের বিত্তবান ও হৃদয়বানদের দিকে। একটু সহযোগিতার হাত বাড়ানোর মত কেউ কি আছেন ?

ফেনীর ছাগলনাইয়ার দক্ষিণ সতর গ্রামের বাসিন্দা হোসেন আহম্মদের মেয়ে বীথি ১৯৮৩ সালে ঢাকার এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। ছেলে না থাকায় মন খারাপ থাকা বাবা-মাকে সান্তনা দিতে গিয়ে যে মেয়েটি আজীবন সাহায্যের হাত বাড়িয়ে পাশে থাকার ঘোষণা দিতেন, তিনিই এখন সমাজের কাছে সাহায্যপ্রার্থী।
চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী বীথির দুটি কিডনি প্রতিস্থাপন করা না হলে যেকোন সময় তার জীবনপ্রদীপ নিভে যাবে। সপ্তাহে দু’বার রক্ত দিয়ে তাকে কোনেভাবে বাঁচিয়ে রাখা হয়েছে।
এরই মধ্যে তার পিতা চিকিৎসার জন্য বিথীকে ভারতে নিয়ে গিয়েছিলেন। কিন্ত বিপদ যেন পিছু ছাড়ে না। সেখানে গিয়ে আবার বিথীর ব্রেইন স্টোক করে। কিডনীর রোগের চিকিৎসা করতে গিয়ে আবার ব্রেনের চিকিৎসা করতে হয়। খরচ হয় ৭ লক্ষ টাকা।
গত তিন বছর এ চিকিৎসা চালাতে গিয়ে বীথির বৃদ্ধ বাবা হোসেন আহমেদ এখন নিঃস্ব। ১৪ থেকে ১৬ লাখ টাকায় মেয়ের একটি কিডনি বদলের সামর্থ তার নেই।
জীবনের এই ক্রান্তিলগ্নে এসে নিজের চোখের সামনে মেয়ের মৃত্যু দেখতে চান না তিনি। তাই তো সমাজের সহৃদয় ও বিত্তবানদের কাছে প্রাণপ্রিয় সন্তানের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করেছেন তিনি।
সাহায্য পাঠাবার ঠিকানা :
কামরুন নাহার, সঞ্চয়ী হিসাব নং ১০১-১০১-২০০০২৯, ডাচ্বাংলা ব্যাংক লিঃ, লোকাল অফিস, দিলকুশা, ঢাকা।
মোবাইল নম্বর : ৮৮-০১১৯০-৮০২০৫৫, ০১১৯০-৮০২০৫৫