
Home শিল্পী / Artist > সুমাইয়া শিমু / Sumaiya simu
এই পৃষ্ঠাটি মোট 91278 বার পড়া হয়েছে
সুমাইয়া শিমু / Sumaiya simu
সুমাইয়া শিমু
Sumaiya simu
ছোটপর্দার দর্শক
নন্দিত অভিনেত্রী শিমু নড়াইলের মেয়ে। অভিনয়ে পার করেছেন একযুগ। যে কোনো চরিত্রে মানানসই অভিনয় তাকে করে তুলেছে সময়ের চাহিদা সম্পন্ন অভিনেত্রী। সমসাময়িক অন্যদের মত একসঙ্গে খুব বেশি কাজ তিনি কখনোই করেন না। বৈচিত্রময় চরিত্রে অভিনয়ের প্রতিই তার ঝোঁক বেশি।
সুমাইয়া শিমু অন্যদের তুলনায় অনেক কম কাজ করেছেন, কিন্তু দর্শক জনপ্রিয়তা পেয়েছেন বেশী। বিশেষ করে তুহিন অবন্তের ‘মনোবাসিতাল’ ও সাইদুর রহমান রাসেলের ‘মধুরা’ নাটকে অভিনয় করে দারুণ সাড়া পেয়েছিলেন তিনি। কবি নজরুলের গল্প অবলম্বনে কাওনাইন সৌরভের নাটক ‘অভিমানিনী’। এ নাটকে ‘শ্যামা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ নাটকটিরও ভালো দর্শক জনপ্রিয়তা পেয়েছে।”
অভিনয় করছেন পান্থ শাহরিয়ারের রচনা ও রুলিন রহমানের পরিচালনায় ‘স্বর্গ’, তানভির খানের পরিচালনায় ‘জলকনা’, চয়নিকা চৌধুরীর ‘জীবনের উল্টোপাতা’সহ আরও কয়েকটি নাটকে।
মিডিয়ায় কাজের ব্যস্ততায় অনেকেই একাডেমিক পড়াশোনা চালিয়ে যেতে না পারলেও সুমাইয়া শিমু আলাদা। একাডেমিক পরীক্ষায় সবসময় ভালো রেজাল্ট করা সুমাইয়া শিমু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্বে পিএইচডি করছেন।
তার অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট হলো দীর্ঘ ধারাবাহিক ‘স্বপ্নচুড়া’। পাশাপাশি একুশে টেলিভিশনে প্রচারিত ‘ললিতা’, ‘হাউসফুল’, ‘এফএনএফ’ প্রভৃতি নাটকে অভিনয় করে দর্শকদের খুব কাছে পৌছে যেতে পেরেছেন।
দেশ টিভিতে প্রচারিত রেদওয়ান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক ‘রেডিও চকলেট’-এ অভিনয় করছেন সুমাইয়া শিমু। এ নাটকে একটি রেডিও স্টেশনে ‘হেড অব নিউজ’ চরিত্রে অভিনয় করছেন তিনি।
সুমাইয়া শিমুর সমসাময়িক প্রায় সব অভিনেতা-অভিনেত্রীই এখন সংসার করছেন। কাজেই তার বিয়ের সানাই বাজার অপেক্ষায় আছে তার অনেক ভক্ত-অনুরাগী। অভিনয় আর পড়াশোনার প্রতি বেশি মনোযোগ দিতে গিয়ে তিনি প্রেম বা বিয়ে নিয়ে ভাবার সময় পাই নি। তবে তিনি তার পরিবারের সিদ্ধান্তেই বিয়ে করবেন।
সূত্র: বাংলানিউজ ২৪.কম

সুমাইয়া শিমু অন্যদের তুলনায় অনেক কম কাজ করেছেন, কিন্তু দর্শক জনপ্রিয়তা পেয়েছেন বেশী। বিশেষ করে তুহিন অবন্তের ‘মনোবাসিতাল’ ও সাইদুর রহমান রাসেলের ‘মধুরা’ নাটকে অভিনয় করে দারুণ সাড়া পেয়েছিলেন তিনি। কবি নজরুলের গল্প অবলম্বনে কাওনাইন সৌরভের নাটক ‘অভিমানিনী’। এ নাটকে ‘শ্যামা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ নাটকটিরও ভালো দর্শক জনপ্রিয়তা পেয়েছে।”
অভিনয় করছেন পান্থ শাহরিয়ারের রচনা ও রুলিন রহমানের পরিচালনায় ‘স্বর্গ’, তানভির খানের পরিচালনায় ‘জলকনা’, চয়নিকা চৌধুরীর ‘জীবনের উল্টোপাতা’সহ আরও কয়েকটি নাটকে।
মিডিয়ায় কাজের ব্যস্ততায় অনেকেই একাডেমিক পড়াশোনা চালিয়ে যেতে না পারলেও সুমাইয়া শিমু আলাদা। একাডেমিক পরীক্ষায় সবসময় ভালো রেজাল্ট করা সুমাইয়া শিমু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্বে পিএইচডি করছেন।
তার অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট হলো দীর্ঘ ধারাবাহিক ‘স্বপ্নচুড়া’। পাশাপাশি একুশে টেলিভিশনে প্রচারিত ‘ললিতা’, ‘হাউসফুল’, ‘এফএনএফ’ প্রভৃতি নাটকে অভিনয় করে দর্শকদের খুব কাছে পৌছে যেতে পেরেছেন।
দেশ টিভিতে প্রচারিত রেদওয়ান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক ‘রেডিও চকলেট’-এ অভিনয় করছেন সুমাইয়া শিমু। এ নাটকে একটি রেডিও স্টেশনে ‘হেড অব নিউজ’ চরিত্রে অভিনয় করছেন তিনি।
সুমাইয়া শিমুর সমসাময়িক প্রায় সব অভিনেতা-অভিনেত্রীই এখন সংসার করছেন। কাজেই তার বিয়ের সানাই বাজার অপেক্ষায় আছে তার অনেক ভক্ত-অনুরাগী। অভিনয় আর পড়াশোনার প্রতি বেশি মনোযোগ দিতে গিয়ে তিনি প্রেম বা বিয়ে নিয়ে ভাবার সময় পাই নি। তবে তিনি তার পরিবারের সিদ্ধান্তেই বিয়ে করবেন।
সূত্র: বাংলানিউজ ২৪.কম