
Home ভাষা ও সংস্কৃতি (Language and Culture) > নড়াইলের পেড়লীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
এই পৃষ্ঠাটি মোট 91292 বার পড়া হয়েছে
নড়াইলের পেড়লীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
হিন্দু ধর্মালম্বীদের বিশ্বকর্মাপূজা উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লীতে ৯২তম নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ
ছাড়া পেড়লীবাজার এলাকায় শুরু হয়েছে ১০ দিনব্যাপি গ্রামীণ মেলা ও যাত্রাপালা। অনুষ্ঠিত নৌকাবাইচে খুলনা, মাগুরা ও নড়াইল জেলার ৮টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। মেলা পরিচালনা কমিটির সভাপতি গোলাম রব্বানী শেখ জানান, ১৯২০ সাল থেকে এ মেলা ও নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। পেড়লীর দানবীর ফাজেল আহম্মদ মোল্যা প্রথম এ মেলার আয়োজন করেন।
প্রতিযোগিতায় খুলানার মোকামপুরের মাহবুব হোসেনের নৌকা প্রথম হয়েছে। দ্বিতীয় হয়েছে খুলনার পারহাজিগ্রামের আব্দুল হামিদের নৌকা ও তৃতীয় হয়েছে নড়াইলের হাতিয়াড়ার ভিম সরকারের নৌকা। প্রথম পুরস্কার হিসেবে ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন ও তৃতীয় পুরস্কার ১৭ ইঞ্চি সাদাকালো টেলিভিশন দেয়া হয়েছে।
প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন-কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমদ, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান, আনিছুল ইসলাম বাবু, ফারুক হোসেন মোল্যা, মাহমুদুল হক সিকদার, শেখ নজরুল ইসলাম, আলাউদ্দিন জোর্য়াদ্দার, মোস্তফা শেখ, মোল্যা আলিমুজ্জামান, হাদিউজ্জামান, এমএম মাসুম রেজা প্রমুখ।

প্রতিযোগিতায় খুলানার মোকামপুরের মাহবুব হোসেনের নৌকা প্রথম হয়েছে। দ্বিতীয় হয়েছে খুলনার পারহাজিগ্রামের আব্দুল হামিদের নৌকা ও তৃতীয় হয়েছে নড়াইলের হাতিয়াড়ার ভিম সরকারের নৌকা। প্রথম পুরস্কার হিসেবে ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন ও তৃতীয় পুরস্কার ১৭ ইঞ্চি সাদাকালো টেলিভিশন দেয়া হয়েছে।
প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন-কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমদ, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান, আনিছুল ইসলাম বাবু, ফারুক হোসেন মোল্যা, মাহমুদুল হক সিকদার, শেখ নজরুল ইসলাম, আলাউদ্দিন জোর্য়াদ্দার, মোস্তফা শেখ, মোল্যা আলিমুজ্জামান, হাদিউজ্জামান, এমএম মাসুম রেজা প্রমুখ।