
Home দৃষ্টিপাত (Visibility) > মেধাবী ছাত্রী আফরোজাকে বাঁচাতে দুই লাখ টাকার প্রয়োজন
এই পৃষ্ঠাটি মোট 84642 বার পড়া হয়েছে
মেধাবী ছাত্রী আফরোজাকে বাঁচাতে দুই লাখ টাকার প্রয়োজন
ঝিনাইদহ ফজের আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর মেধাবী ছাত্রী পিতৃহীন আফরোজা খাতুন (১১) দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে এখন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসার জন্য দুই লাখ টাকা প্রয়োজন। আফরোজা খাতুনের নানা আব্দুল গফুর শেখ জানান, আফরোজা মাত্র দুই বছর বয়সে পিতৃহীন হয়। পিতা আমিনুল ইসলাম ৯ বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর পর মায়ের সঙ্গে আফরোজা নানা বাড়ি ঝিনাইদহ শহরের হামদহ সততা পাড়ায় বসবাস করছে। লেখাপড়ায় অত্যান্ত মেধাবী আফরোজা খাতুন ফজের আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী। তার রোল নং-৩। অসুস্থ আফরোজা বিত্তবানদের কাছে পাঠানো এক খোলা টিঠিতে উল্লেখ করেছে, গত ৯ মাস আগে তার মেরুদন্ডের হাড় বাঁকা হতে শুরু করে। এরপর থেকে সে অসুস্থ হয়ে কখনো বাড়ি আবার কখনো হাসপাতালে চিকিৎসাধীন। পেশায় রাজমিস্ত্রী তার হতদরিদ্র নানা বিভিন্ন ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষা এবং ঢাকায় যাতায়াতে প্রায় ৬০ হাজার টাকা খরচ করেছেন। এখন তার অপারেশনের জন্য দুই লাখ টাকা প্রয়োজন। আফরোজা বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালের চিকিৎসক ডাঃ শাহ আলমের তত্বাবধানে চিকিৎসা নিচ্ছে। ডাক্তার আলম জানিয়েছেন, অপারেশন করলেই পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে আবারো পড়ার টেবিলে বসতে পারবে আফরোজা।
আফরোজার নানা আব্দুল গফুর তার নাতির চিকিৎসার জন্য মানুষের দ্বারে ঘুরে সাহায্য প্রার্থনা করছেন। শিশু আফরোজাকে সাহায্য পাঠানোর ঠিকানা মোঃ আব্দুল গফুর শেখ, হিসাব নং ২২৭৫২, ইসলামী ব্যাংক, ঝিনাইদহ শাখা। মোবাইল-০১৭৫৮৩৩১০৭৩।