
Home দৃষ্টিপাত (Visibility) > মন ভেঙ্গে গেল যশোরবাসীর। এবারও ৯টি দাবির একটিও পূরণ করেনি প্রধানমন্ত্রী।
এই পৃষ্ঠাটি মোট 84670 বার পড়া হয়েছে
মন ভেঙ্গে গেল যশোরবাসীর। এবারও ৯টি দাবির একটিও পূরণ করেনি প্রধানমন্ত্রী।
মন ভেঙ্গে গেল যশো

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যশোরের রাজনৈতিক নেতাদের ৯টি দাবি ছিল। এসব দাবি আগেভাগেই প্রধানমন্ত্রীর কাছে পৌছানোর ব্যবস্থা করা হয়। যশোরবাসীর ধারণা ছিল প্রধানমন্ত্রী কিছু দাবি পূরণ করবেন। এতে করে যশোর পরিচিত হবে একটি আধুনিক নগর হিসেবে। একইসাথে বাড়বে কর্মসংস্থান ও পরিবর্তিত হবে লাইফ স্টাইল।
দাবি গুলোর মধ্যে ছিল যশোরকে সিটি কর্পোরেশন ঘোষণা, যশোর বিমান বন্দরকে আন্তর্জাতিক কার্গো বিমানবন্দরে রূপান্তর করা, বেনাপোলে ইপিজেড নির্মাণ, একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, যশোর এমএম কলেজে আরো ১৯টি বিষয়ে অনার্স কোর্স চালু ও হোস্টেল বৃদ্ধিসহ পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, যশোর স্টেডিয়ামকে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে প্রতিষ্ঠা, ভৈরব নদ সংস্কার ও দু’পারে বিনোদন পার্ক তৈরি, কপোতাক্ষ সংস্কার এবং বিদ্যুৎহীন ৩শ’ কিলোমিটার লাইনে বিদ্যুৎ সরবরাহ।
২০০৮ সালের নির্বাচনে ক্ষমতায় আসার পর সরকার প্রধান হিসেবে প্রথম যশোর সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় তিনি যশোরের উন্নয়নে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত দুই বছরে কৃষি বিভাগের মাধ্যমে যশোরে একটি বিশেষায়িত কোল্ড স্টোরেজ নির্মিত করা ছাড়া প্রধানমন্ত্রী প্রতিশ্রুত একটি আশ্বাসও বাস্তবায়িত হয়নি। প্রধানমন্ত্রীর আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় যশোরবাসীর মধ্যে ছিল চরম হতাশা। মানুষের মনোভাব বুঝতে পেরে জেলা আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রীর গতকালকের যশোর সফরকে সামনে রেখে উন্নয়নের নয়দফা পেশ করেন। সেইসাথে জেলাবাসীও আশায় বুক বাধেন-সামনে জাতীয় সংসদ নির্বাচন, এবার হয়তো প্রধানমন্ত্রী বঞ্চিত এ জেলার উন্নয়নে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি প্রদান করবেন।
কিন্তু গতকাল জনসভায় কোন প্রতিশ্রুতি দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভায় যশোর পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণার প্রতিশ্রুতি দিলেও তা আগামী নির্বাচনে জয়ী হতে পারলে করবেন বলে উল্লেখ করেন শেখ হাসিনা।
তবে তিনি বলেছেন, ইতিমধ্যে ভবদহের জলাবদ্ধতা দূর করা হয়েছে। কপোতাক্ষের ড্রেজিঙের জন্য আড়াইশ’ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। অচিরেই এ নদীতে নাব্যতা ফিরিয়ে আনা হবে। যশোরবাসীর সকল দাবি পূরণ করা হয়েছে, আর কি দাবি আছে তা তিনি জানেন। সব দাবিই পূরণ করা হবে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর এই বক্তব্য শোনার সাথে সাথে জনসভা শুনতে আসা সাধারণ মানুষ হতাশায় ভেঙ্গে পড়েন। এমনকি দলীয় নেতারাও এ নিয়ে হতাশা প্রকাশ করেন।
দলীয় নেতাকর্মীরা বলেছেন, প্রধানমন্ত্রী জনসভায় বলেছেন একটাইতো দাবি সিটি কর্পোরেশন। এতেই বোঝা যায় নেতারা প্রধানমন্ত্রীর কাছে দাবিদাওয়া ভালোভাবে উপস্থাপন করতে পারেননি। কথায় আছে না কাঁদলে মাও দুধ দেয় না।
সূত্র : গ্রামের কাগজ