
Home দৃষ্টিপাত (Visibility) > হতভাগ্য এক ওয়েবসাইট Jessore.info. ১০ বছরেও আর্থিক সংকটের সমাধান হলো না।
এই পৃষ্ঠাটি মোট 84614 বার পড়া হয়েছে
হতভাগ্য এক ওয়েবসাইট Jessore.info. ১০ বছরেও আর্থিক সংকটের সমাধান হলো না।
বৃহত্তর যশোরকে নিয়ে বাংলাদেশের জেলা পর্যায়ের সর্বপ্রথম ও সর্বাপেক্ষা তথ্যসমৃদ্ধ এই ওয়েবসাইট www.Jessore.info আগামী ১৭ এপ্রিল ১০ বছরে পা রাখতে যাচ্ছে। কিন্ত এক দশক পার হলেও অবর্ণনীয় অর্থ সংকটের উত্তরণ ঘটছে না হতভাগ্য এই ওয়েবসাইটটির। গত ৬ মাসে ওয়েবসাইটের ফান্ডে একটি টাকাও না আসায় এর উন্নয়ন কার্যক্রম চরমভাবে বাধাগ্রস্থ হচ্ছে। বিগত দিনের প্রায় লক্ষাধিক টাকা ঋণের বোঝা নিয়ে চলছে এই ওয়েবসাইট। সর্বশেষ গত ডিসেম্বরে ওয়েবসাইটের পরিচালনা কমিটির এক সদস্য'র কাছ থেকে ২৫০০ টাকা ঋণ করে প্রয়োজনীয় ব্যায় নির্বাহ করতে হয়েছে। এভাবে বেড়েই চলেছে ওয়েবসাইটের ঋণের পরিমান, কিন্তু পরিশোধ হচ্ছে না একটি টাকাও। এর মধ্যে আবার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকীর বড় ধরনের খরচ। অনুষ্ঠান উপলক্ষ্যে যে স্মরণীকা তৈরী করা হবে তার মাধ্যমে হয়তো কিছু টাকা আয় হতে পারে। কিন্ত প্রাথমিক কাজ সম্পন্ন করার জন্য প্রায় দুই লক্ষাধিক প্রয়োজন। এই টাকা সংগ্রহের জন্য ওয়েবসাইটের বিজ্ঞাপন কিছু বিজ্ঞাপন ও আর্থিক ঋণের উপর নির্ভর করতে হচ্ছে। যদি এই ওয়েবসাইট আপনাদের মনে সামান্য পরিমান ভালবাসা অর্জন করে থাকে তাহলে অন্তত একটি বিজ্ঞাপন সংগ্রহ করে দিয়ে একে বেঁচে থাকতে সহযোগিতা করুন। সম্মিলিত প্রচেষ্টায় এই ওয়েবসাইট হতে পারে বৃহত্তর যশোরবাসীর একটি বড় সম্পদ।
যোগাযোগ:
হুমায়ুন কবির তানিম
সাংবাদিক, দিগন্ত টেলিভিশন
মোবাইল: ০১৯১১-২৩২৩৫১
মুকুল চন্দ্র তরফদার
০১৭১৩৬৬০৮৮৫