
Home দৃষ্টিপাত (Visibility) > মাগুরায় ব্যতিক্রমী মধু সংগ্রহ মেলা অনুষ্ঠিত
এই পৃষ্ঠাটি মোট 84608 বার পড়া হয়েছে
মাগুরায় ব্যতিক্রমী মধু সংগ্রহ মেলা অনুষ্ঠিত
মৌমাছি ফসলের পরাগায়নের সুবিধার মাধ্যমে ফলন যেমন বাড়ায় তেমনি বাণিজ্যিক গুরুত্বের কারণে মৌ চাষ কৃষকের বাড়তি আয়ের সুযোগ করে দেয়। এই বিষয়টিতে কৃষককে আগ্রহী করতেই মাগুরা সদর উপজেলার রাঘব দাইড় ইউনিয়ন পরিষদ চত্ব¡রে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মধু সংগ্রহ মেলা। জেলায় এ বছর ১২ হাজার হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। জেলায় প্রায় ২শ’ মণ মধু উৎপন্ন হবে বলে আশার করা যাচ্ছে। ১ হাজার বেকার যুবকের মৌসুমী কর্ম সংস্থান হয়েছে। মৌ চাষী কল্যাণ সমিতি এই মধু সংগ্রহ উৎসবের আয়োজন করে। সম্প্রতি প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু। স্থানীয় মৌ চাষী সমিতির সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কুমার চক্রবর্তী, মধু কল্যাণ সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবাদুল্লাহ আফজাল প্রমূখ।
সূত্র: যশোর নিউজ ২৪