
Home দৃষ্টিপাত (Visibility) > শ্বশুরবাড়ি নড়াইল যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব! নিরাপত্তা পর্যবেক্ষণে পঙ্কজ শরণ
এই পৃষ্ঠাটি মোট 84626 বার পড়া হয়েছে
শ্বশুরবাড়ি নড়াইল যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব! নিরাপত্তা পর্যবেক্ষণে পঙ্কজ শরণ

প্রতিনিধি দলে ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার সোমনাথ ঘোষ, রাষ্ট্রপতির চিফ অব প্রটোকল রুচিরা ক্যামবুসি, রাষ্ট্রপতির জয়েন্ট সেক্রেটারি থমাস ম্যাথিউসহ অন্যরা ছিলেন। গতকাল বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টার আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে নড়াইল হেলিপ্যাডে অবতরণ করেন। এ সময় নড়াইল জেলা প্রশাসক জহুরুল হক, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, নড়াইল জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসসহ সরকারদলীয় নেতাকর্মী এবং প্রশাসনের পদস্থ কর্মকর্তারা তাদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে দলটি প্রণব মুখার্জির শ্বশুরবাড়ি সদর উপজেলার ভদ্রবিলা গ্রাম ও যেখানে রাষ্ট্রপতিপত্নী শুভ্রা মুখার্জির শৈশব কেটেছে, তার মামাবাড়ি চাঁচড়া গ্রামসহ বিভিন্ন স্থান পরিদর্শন করে।
পরিদর্শনের সময় প্রতিনিধি দলের সদস্যরা ভদ্রবিলা গ্রামের ভারতের রাষ্ট্রপতির শ্বশুরবাড়ির বসতভিটা ও প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জি ও তার (শুভ্রা) পরিবারের বিভিন্ন সময়ের দুর্লভ ছবি দেখেন। এ সময় হাইকমিশনার পঙ্কজ শরণসহ আগত অন্যরা ভদ্রবিলা গ্রামে বসবাসকারী রাষ্ট্রপতির শ্যালক কানাই লালের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রতিনিধি দলকে দেখতে নানা বয়সের অসংখ্য নারী-পুরুষ রাস্তার দু’পাশে ভিড় করেন। প্রণব মুখার্জি ভদ্রবিলা গ্রামের প্রয়াত ওমরেন্দ্র নাথ ঘোষের মেয়ে শুভ্রা মুখার্জিকে বিবাহ করেন। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আগামী ৩ মার্চ থেকে ৫ মার্চ বাংলাদেশ সফর করবেন বলে জানা গেছে।
সূত্র: যশোর নিউজ ২৪