
Home দৃষ্টিপাত (Visibility) > নড়াইল থেকে কালিয়া গর্ত ও ধুলার সড়ক
এই পৃষ্ঠাটি মোট 86639 বার পড়া হয়েছে
নড়াইল থেকে কালিয়া গর্ত ও ধুলার সড়ক
‘রাস্তা দিয়ে বাস কিংবা লরি (ট্রাক) গিলি (গেলে) ধুলোয় একাকার হয়ে যায়। চোহেমুহে কিছু দেহা যায় না। ঘরের জানলা-দরজা আটকায় দিলিও ঘরে থাহা যায় না। তহোন নাক-মুহে (মুখে) কাপুড় গুঁজে দিয়ে দম আটকায়ে থাকতি হয়। রান্না করা যায় না। ছেলেমেয়েগে খাতি দিয়া যায় না। গাড়ির শব্দ শুনলি ভাতের থাল নিয়ে ঘরের উত্তর পাশে ফাঁকা জাগায় চলে যাতি হয়।’
কথাগুলো নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ি জেলেপাড়ার শিবপদ মালোর স্ত্রী মালতী মালোর। তাঁদের বাড়ি নড়াইল-কালিয়া সড়কের পাশে। শুধু মালতী মালো নন, সড়কটির দুরবস্থা সম্পর্কে চাচুড়ি গ্রামের স্কুলশিক্ষক কওছার উদ্দীন, ব্যবসায়ী জুয়েল রানা, গ্রাম্য চিকিৎসক সাইফুর রহমান, বোরহান উদ্দীন, কালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ কয়েকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
নড়াইল বাস মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান বলেন, নড়াইল-কালিয়া সড়কে খানাখন্দ সৃষ্টি হওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নিরুপায় হয়েই এসব সড়ক দিয়ে যান চলাচল অব্যাহত থাকায় গর্তগুলো আরও বড় হয়ে যাচ্ছে। বাসে উঠলে এসব গর্তের ঝাঁকুনিতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। গাড়ির যন্ত্রাংশ ভেঙে যাচ্ছে। এ মাসের মধ্যে রাস্তার নির্মাণকাজ শুরু না হলে এ পথে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে। সরেজমিনে দেখা গেছে, সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত। যানবাহন যাওয়ার সময় ধুলিবালি উড়ে মেঘের মতো হয়ে ওঠে। সড়কের দুই পাশের বাসিন্দাদের মতো পথচারী ও পরিবহন যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধুলার হাত থেকে রক্ষা পেতে সড়কসংলগ্ন বাসিন্দা ও দোকানিরা নিজেদের উদ্যোগে কলসি ও বালতি দিয়ে রাস্তায় পানি ছিটাচ্ছেন।
সড়ক ও জনপথ (সওজ) নড়াইলের নির্বাহী প্রকৌশলী কবির উদ্দীন জানান, ২৪ কিলোমিটার নড়াইল-কালিয়া সড়ক মেরামতের জন্য চলতি অর্থবছরে ছয় কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। দরপত্রও আহ্বান করা হয়েছে। ১৪ জানুয়ারি কার্যাদেশও দেওয়া হয়েছে। শিগগির সড়ক মেরামতের কাজ শুরু হবে।