
Home দৃষ্টিপাত (Visibility) > বেনাপোলে দুই বাংলার মিলন মেলা
এই পৃষ্ঠাটি মোট 84617 বার পড়া হয়েছে
বেনাপোলে দুই বাংলার মিলন মেলা
একই আকাশ একই বাতাস এক হৃদয়ে একই তো শ্বাস’ এই স্লোগান নিয়ে এবারও বেনাপোলে বসেছে এপার-ওপার বাংলার হাজার হাজার

মিলন মেলায় দু’দেশের সীমান্তরেখা ভুলে নিরাপত্তা বেস্টনি পেরিয়ে ভাষাপ্রেমীরা এক অপরকে জড়িয়ে ধরে। ফুলের পাঁপড়ি ছিটিয়ে মিষ্টি বিতরন করে একে অপরকে বরণ করে নেয়।
সকাল ১০টায় চেকপোস্ট জিরো পয়েন্টে অস্থায়ী শহীদ মিনারে দু’দেশের জাতীয় সংগীত পরিবেশন আর জাতীয় পতাকা উড়িয়ে ভাষাপ্রেমী নারী, পুরুষ ও শিশুরা দিবসটি উদযাপন করে যৌথভাবে।
এ সময় উভয় দেশের বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো স্বত:স্ফুর্তভাবে অংশ নেয় এ অনুষ্ঠানে। দু’দেশের সীমান্তরক্ষী, পুলিশ সদস্যরা ছিল বেশ আবেকপ্রবণ। তাদের চোখে মুখে ছিল ভালোবাসা আর শ্রদ্ধাবোধ।
বেনাপোল-পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্টে ২০০২ সাল থেকে আন্তর্জাতিক ভাষা দিবস এ মিলন মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এ অনুষ্ঠানের সর্বপ্রথম আয়োজন শুরু করেছিলেন বেনাপোলের সরগম সংগীত এ্যাকাডেমি ও ভারতের ২৪ পরগনার ২১ উৎযাপন নামে একটি সাংস্কৃতিক সংগঠন।
রাজনৈতিক পট পরিবর্তনে এবার এ অনুষ্ঠানের আয়োজন করেছেন বেনাপোল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদ ও ভারতের বঁনগা পৌরসভা ও পঞ্চায়েত সমিতি।
যশোরের বিভিন্ন অঞ্চল ও ভারতের পশ্চিমবঙ্গ থেকে ভাষাপ্রেমী হাজার হাজার মানুষ বেনাপোল চেকপোস্ট এলাকায় উপস্থিত হয় শহীদ ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে।
দু’পারে বসে সাংস্কৃতিক আড্ডা। ভারতীয় অতিথি ও শিল্পীরা এপারে এসে সংগীত পরিবেশন করেন। বাংলাদেশী অতিথি ও শিল্পীরা গিয়েছিলেন ওপারে।
এপারে অনুষ্ঠানের প্রধান ছিলেন স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন বলেন, ‘‘বাংলাদেশের বীর সন্তানরা নিজের জীবন দিয়ে আমাদের মায়ের ভাষাকে রক্ষা করে গেছে।’’
পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য মন্ত্রী শ্রী জ্যোতি প্রিয় মল্লিক বলেন, ‘‘ভাষার টানে বাঙালি জাতির নাড়ির টানে বাংলাদেশে এসেছি মাতৃভাষা দিবস পালন করতে। ভাষার জন্য আন্দোলন করে জীবন দিয়েছেন এমন নজির পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই। এ কারনে বাঙালি আজ বিশ্বের দরবারে গর্বিত।’’
ভারতের ২৪ পরগনা বঁনগা এলাকার ভাষা প্রেমিক অসিম কুমার বিশ্বাস জানান, আজকে তারা দু’পারের বাঙালিরা এক ভাষায় কথা বললেও সীমান্তে কাটা তারের বেড়া দিয়ে তাদের আলাদা করে রাখা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার শ্রী জয়দেব ভদ্র, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আরিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মনজু, সাধারন সম্পাদক নুরুজ্জামান প্রমুখ।
ভারতের পক্ষে বক্তব্য রাখেন, অনগ্রসর জাতি কল্যাণ মন্ত্রী শ্রী উপেন্দ্র বিশ্বাস, ত্রাণ ও উদ্বাস্ত মন্ত্রী শ্রী মনজুল কৃষ্ণ ঠাকুর, সংসদ সদস্য শ্রী গবিন্দ্র চন্দ্র লস্কর, বিধায়ক শ্রী বিশ্বজিত কুমার দাস, বিধায়ক শ্রী সুরজিত কুমার বিশ্বাস ও বঁনগা পৌর মেয়র শ্রীমতী জোসনা আঢ্য।
এছাড়া দু বাংলার প্রখ্যাত কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এদিকে, ভারত সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবারের দু’বালার মিলন মেলা বেনাপোল-পেট্রাপোলের মার্তৃভাষা দিবস উদযাপনের সঙ্গে একাত্বতা প্রকাশ করেছেন বলে বক্তব্যে জানান ভারতীয় নেতৃবৃন্দ।