Homeদৃষ্টিপাত (Visibility) > যশোরের মেয়ে শাহজা আলী কানাডার একটি চিত্র প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করায় যশোর.ইনফো এর পক্ষ থেকে অভিনন্দন।
এই পৃষ্ঠাটি মোট 84602 বার পড়া হয়েছে
যশোরের মেয়ে শাহজা আলী কানাডার একটি চিত্র প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করায় যশোর.ইনফো এর পক্ষ থেকে অভিনন্দন।
যশোরের কৃতি সন্তান পরমানু বিজ্ঞানী প্রফেসর ড. এম. শমশের আলী স্যারের নাতনী শাহজা আলী সম্প্রতি কানাডার একটি আর্ট প্র্রদর্শনীতে অংশ নিয়েছেন। যশোর.ইনফো টিম সহ বিভিন্ন বন্ধু-বান্ধব, আত্নীয়-স্বজন ও শুভাকাঙ্খিদের সম্মিলিত প্রচেষ্টায় শাহজা এর ছবি ২০৪ জন প্রতিযোগির মধ্যে সর্বোচ্চ ভোটে প্রথম হয়েছে। শাহজার ছবির উপর প্রাপ্ত মোট ভোট ১০৯৮। তার নিকটতম প্রতিদ্বন্দী মোট ভোট পেয়েছেন ১০২৭। এটা আমাদের যশোরবাসী তথা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। যারা শাহজাকে ভোট দিয়ে প্রথম স্থান অধিকার করিয়েছেন ড. শমশের আলী স্যার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।