
Home দৃষ্টিপাত (Visibility) > ঝিনাইদহে কালবোশেখী ঝড়ে সহস্রাধিক পাখির মৃত্যু
এই পৃষ্ঠাটি মোট 86582 বার পড়া হয়েছে
ঝিনাইদহে কালবোশেখী ঝড়ে সহস্রাধিক পাখির মৃত্যু
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উপর দিয়ে শুক্রবার রাতে বয়ে যাওয়া কাল বোশাখী ঝড়ে দেশীয় বিভিন্ন প্রজাতির সহস্রাধিক পাখির মৃত্যু হয়েছে। মৃত পাখির মধ্যে আছে শালিক, ঘুঘু, প্যাঁচা, টিয়া, দোয়েল, চড়ুইসহ বিভিন্ন নাম জানা-অজানা অনেক পাখি। পাখিদের মৃত্যর খবর এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে শতশত নারী-পুরুষ সে দৃশ্য দেখার জন্য ছুটে আসেন। এ সময় অনেক পাখিপ্রেমী কান্নায় ভেঙ্গে পড়েন। পরে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাখিগুলোকে এক জায়গায় জড়ো করা হয়।
ঝিনাইদহ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কানাই লাল স্বর্ণকার জানান, জেলার শৈলকুপা উপজেলার ওপর দিয়ে শুক্রবার রাতে কালবৈশাখী ঝড় বয়ে যায়। শনিবার সকালে উপজেলার হাটফাজিলপুর ও মদনপুর গ্রামবাসী ফসলের ক্ষেত ও বাগান দেখার জন্য মাঠে গিয়ে অসংখ্য মৃত পাখী দেখতে পান।
হাটফাজিলপুর গ্রামের বাবুল আক্তারের মেহগনি বাগান ও পাশের মদনপুর গ্রামের আইয়ুব হোসেনের মেহগনি বাগান ও এর আশপাশ এলাকায় সহস্রাধিক পাখি মৃত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখতে পায়।
ডা. কানাই লাল আরও জানান, মেহগনি বাগানগুলোতে দীর্ঘদিন ধরে দেশীয় বিভিন্ন প্রজাতীর পাখি বাস করে আসছিল। কাল বোশেখীর তান্ডবে পাখিগুলো মারা যায়। তিনি জানান, এমন নজির বিহীন দৃশ্য এর আগে কখনো দেখা যায়নি। মৃত পাখিগুলো মাটিতে পুঁতে ফেলা হবে।