
Home দৃষ্টিপাত (Visibility) > চৌগাছায় টর্নেডো: এক মিনিটেই শেষ মাজালী ও কয়ারপাড়া গ্রাম
এই পৃষ্ঠাটি মোট 84663 বার পড়া হয়েছে
চৌগাছায় টর্নেডো: এক মিনিটেই শেষ মাজালী ও কয়ারপাড়া গ্রাম
যশোরে টর্নেডো এক মিনিটেই শেষ ২ গ্রাম নিজস্ব প্রতিবেদক এক মিনিটের টর্নেডোয় মাটির সঙ্গে মিশে গেছে দুই গ্রাম। ভয়াবহ ক্ষতিগ্রস্ত গ্রাম দুটি হচ্ছে যশোরের চৌগাছা উপজেলার মাজালী ও কয়ারপাড়া। ওই দুই গ্রামের প্রায় সব বাড়িঘর, গাছপালা টর্নেডোর ছোবলে ভেঙেচুরে তছনছ হয়ে গেছে। বোরো ধান, আম, লিচু, কলা, সবজিসহ সব ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। টর্নেডোর কারণে ক্ষতিগ্রস্ত শত শত গ্রামবাসী দিশাহারা হয়ে পড়েছে। গত শুক্রবার বিকেলে এক মিনিটের কম সময়ের ওই তাণ্ডবে গ্রামের অবস্থা্পন্ন কৃষক এখন পথের ফকির। নারী-শিশু সবাই খোলা আকাশের নিচে। সরেজমিনে যশোর শহর থেকে ২৮ কিলোমিটার দূরে গ্রাম দুটি ঘুরে প্রাকৃতিক বিপর্যয়ের ভয়াবহ এই দৃশ্য দেখা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা গ্রাম দুটি পরিদর্শন করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্তরা কোনো সরকারি সাহায্য পায়নি। সরেজমিনে দেখা যায়, বড় বড় পাকা ঘরের টিনের চাল উড়ে গেছে। শত শত মন গোলার ধান নষ্ট হয়ে গেছে। বিরাট বিরাট ফলদ, বনজ বৃক্ষকে দুমড়ে মুচড়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে বাতাসের এই ঘূর্ণি তাণ্ডব। পাশের সিংহঝুলি গ্রামের তরুণ-যুবকরা ভাত-ডাল রান্না করে ক্ষতিগ্রস্ত অভুক্ত মানুষকে খেতে দিয়েছে। মাজালী গ্রামের কলেজশিক্ষক ইউনুস আলী বলেন, 'বিকেলে আমি মাঠে গরু আনতে যাচ্ছিলাম। তখন বৃষ্টি হচ্ছিল। হটাৎই আকাশ থেকে কালো মেঘ নেমে আসে। বিকেল রাত হয়ে যায়। ৩৫ থেকে ৪০ সেকেন্ডের মধ্যে পুরো গ্রাম লণ্ডভণ্ড করে দেয় টর্নেডো। আমার বাড়ির চাল উড়ে গেছে। গোলায় রাখা ২৫০ মন ধান নষ্ট হয়ে গেছে।' শূন্য ভিটের ওপর সন্তান নিয়ে বসে ছিলেন নবীরন বেগম। তিনি বললেন, 'বাজান আমি জীবনে কোনোদিন ইরাম ঝড় দেখিনি। আচমকা নাইত হইয়ে যায়। বাতাস ওঠে। আমি দুই ছাওয়াল নিয়ে চৌকির তলায় পলাই। আমাগের বাড়িঘর, গাছপালা কিছুই নেই। ঝড়ে সব শেষ কইরে দিয়ে গেছে।' এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন মাতব্বর বলেন, 'টর্নেডোয় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দুই শতাধিক ঘরবাড়ি, কয়েক হাজার গাছ মাটির সঙ্গে মিশে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।' এদিকে ক্ষতিগ্রস্ত এই গ্রামের পাশের খড়িঞ্চা গ্রামে বজ পাতে শারমিন (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমবেশি শতাধিক।
যশোরনিউজ২৪.কম