
Home দৃষ্টিপাত (Visibility) > ঝিনাইদহ পৌর ভুমি অফিসের বেহল দশা
এই পৃষ্ঠাটি মোট 86600 বার পড়া হয়েছে
ঝিনাইদহ পৌর ভুমি অফিসের বেহল দশা
ঝিনাইদহের পৌর ভুমি অফিসটির এখন বেহাল দশা। স্থানের অভাবে কাজের সুষ্ঠ কোন পরিবেশ নেই। একই রুমে গাদাগাদি করে বসে কাজ করতে হয়। নেই জমির মুৃল্যবান রেকর্ড সংরক্ষণের ব্যবস্থা। বৃষ্টি হলেই ঘরের মধ্যে পানি পড়ে। এ ছাড়া অতি বৃষ্টিতে ঘরের মধ্যে হাটু পানি হয়ে যায়। ফলে জমির মহামুল্যবান কাগজপত্র প্রায়ই নষ্ট হচ্ছে।
জানা গেছে, আনুমানিক ১৯৫৫ সালে ২৪ শতক জমির উপর ঝিনাইদহ শহরের হাটের মধ্যে পৌর ভুমি অফিসটি স্থাপন করা হয়। অথচ ৫৮ বছর পার হলেও অফিসের কোন ভবন নির্মান করা হয়নি। বৃষ্টিতে ভিজে জমির রেকর্ডপত্র নষ্ট হয়ে জমির মালিকদের ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে। ভূমি অফিসের কর্মকর্তারা জানান, প্রতি বছর সরকারকে ঝিনাইদহ পৌর ভুমি অফিস থেকে ৪৫ লাখ টাকার রাজস্ব আদায় করে দেওয়া হয়। কিন্তু আজও নতুন অফিস নির্মান করা হয়নি।
বর্তমান অফিসটিতে ৫ জন কর্মকর্তা ও ৪ জন কর্মচারী রয়েছেন। অফিসে স্থানের অভাবে কাজের পরিবেশ বিঘিœত হচ্ছে। সরকারী রেকর্ডপত্র রাখারও জায়গা নেই। বৃষ্টির পানিতে অনেক জমির কাগজপত্র ছিড়ে নষ্ট হয়েছে।
অনেক রেকর্ডপত্র অস্পষ্ট হয়ে আছে বলেও জানা গেছে। ঝিনাইদহ শহরের উপ-শহর পাড়ার জমির মালিক রহমত আলী জানান, ভূমি অফিস থেকে তার জমির রেকর্ডপত্র নষ্ট হয়েছে। ভুক্তভোগীরা অবিলম্বে ঝিনাইদহ পৌর ভুমি অফিস নির্মান করে জমির কাগজপত্র সংরক্ষণের দাবী জানিয়েছেন।