
Home দৃষ্টিপাত (Visibility) > যশোর-খুলনা রুটে কমিউটার ট্রেনের দাবিতে মানববন্ধন
এই পৃষ্ঠাটি মোট 84588 বার পড়া হয়েছে
যশোর-খুলনা রুটে কমিউটার ট্রেনের দাবিতে মানববন্ধন
যশোর-খুলনা রুটে সকাল-বিকাল দু’টি কমিউটার ট্রেনের দাবিতে মাঠে নেমেছে সামাজিক সংগঠন জনউদ্যোগ, যশোর। শনিবার বিকেলে এ দাবি তুলে ধরে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জনউদ্যোগের সদস্য সচিব আসলাম হোসেন। উপস্থিত ছিলেন, সংগঠনের আহ্বায়ক এমআর খায়রুল উমাম, অধ্যাপক সন্তোষ হালদার, ড. মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক সোলজার রহমান, উপাধ্যক্ষ ইকবাল হোসেন, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, সাংবাদিক কিরণ সাহা, রুকুনউদ্দৌলাহ, এসএম তৌহিদুর রহমান, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, অ্যাডভোকেট সৈয়দা মাসুমা বেগম, বিথিকা সরকার, নাসরিন আক্তার প্রমুখ।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, বিট্রিশ ভারতের অন্যতম পুরানো জেলা শহর যশোর এবং বিভাগীয় শহর খুলনার মধ্যে স্বল্প খরচে দ্রুত যোগাযোগ স্থাপনের জন্য যশোরবাসীর দীর্ঘদিনের দাবি এ রুটে কমিউটার ট্রেন চালুর।
সম্প্রতি সরকার কমিউটার ট্রেন চালুর লক্ষ্যে বেশকিছু ট্রেন আমদানি করেছে। যশোর-খুলনা রুটে এ ট্রেন চালুর দাবির পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।