
Home দৃষ্টিপাত (Visibility) > যশোর উপশহর বাবলাতলা বেইলী ব্রিজ ভেঙ্গে যান চলাচল বন্ধ
এই পৃষ্ঠাটি মোট 84587 বার পড়া হয়েছে
যশোর উপশহর বাবলাতলা বেইলী ব্রিজ ভেঙ্গে যান চলাচল বন্ধ
যশোর উপশহর বাবলাতলা বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় রোববার বিকেল থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ব্রিজ মেরামতের কারণে সোমবারও যানবাহন চলাচল বন্ধ থাকবে। কর্তৃপক্ষ জানায়, চলতি বছর বর্ষাকালের পরেই নতুন ব্রিজ তৈরির কাজ শুরু করা হবে। সড়ক ও জনপদ বিভাগ সূত্র জানায়, ২০০৪ সালে বাবলাতলা ব্রিজের মাঝ থেকে কিছু অংশ ভেঙে নদীতে পড়ে যায়। তখন ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জনসাধারণের চলাচলের স্বার্থে ওই সালেই যশোর সড়ক ও জনপদ বিভাগ ভাঙা ব্রিজের উপর বেইলি ব্রিজ স্থাপন করে। এরপর ব্রিজ দিয়ে ৫ টনের বেশি ভারী যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ সতর্ক সাইনবোর্ড টানানো হয়। কিন্তু সতর্ক সাইনবোর্ডের লেখা কেউ মানেনি। প্রতিদিন ব্রিজ দিয়ে শত শত টন মালামাল নিয়ে যানবাহন চলাচল করছে। চৌগাছা, ঝিকরগাছা, ঝিনাইদহ, কুষ্টিয়া, ঢাকায় যেতে বেইলি ব্রিজটির গুরুত্ব রয়েছে। প্রতিদিন অনেক ছোট বড় যানবাহন ব্রিজ দিয়ে চলাচল করে। দীর্ঘ ৮ বছর ধরে ঝুঁকির মধ্যে ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করে আসছে। এর আগেও ব্রিজের পাত ফেটে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কর্তৃপক্ষ সেটা সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলে। বর্তমানে ব্রিজের বড়পাত ভেঙে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ব্রিজ দিয়ে যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। ছোট খাটো যানবাহন ঝুঁকির মধ্যে ব্রিজের নিচের অংশ দিয়ে চলাচল করছে। কিন্তু বড় যানবাহন চলাচল একেবারে বন্ধ রয়েছে। তবে রাতে ব্রিজটি থাকে অন্ধকারে নিমজ্জিত। তখন ব্রিজের নিচের অংশ দিয়ে চলাচল বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের মতে ব্রিজের নিচের অংশে জায়গা কম ও ব্রিজের রেলিং ভাঙা। ওই অংশ দিয়ে অসাবধানতাবশত: চলাচল করলে নদীতে পড়ে গিয়ে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। তারপরও মানুষ ছোটখাটো যানবাহন নিয়ে ওই অংশ দিয়ে চলাচল করছে। যানবাহনে কাজীপাড়া পালবাড়ি হয়ে ঝিনাইদহে যাওয়ার সহজ পথ বাবলাতলা। বারান্দীপাড়া ঢাকার রোড ব্রিজ হয়ে পরিবহন ঝিনাইদহ, চৌগাছা যায়। ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্রিজটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়ায় মানুষ পড়েছে চরম বিপাকে। সোমবার পর্যন্ত মানুষকে বাবলাতলা বেইলী ব্রিজ দিয়ে চলাচল না করতে পেরে দুর্ভোগ পোহাতে হবে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউর হায়দার বলেন, ব্রিজের পাত ভেঙে নষ্ট হয়ে যাওয়ায় সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সোমবার উত্তরবঙ্গ থেকে বেইলি ব্রিজ মেরামতের মিস্ত্রি এনে আপাতত মেরামত করা হবে। বাবলাতলা ব্রিজের প্রজেক্ট পাস হয়ে গেছে। বর্ষাকাল চলে গেলে নতুন ব্রিজ তৈরির কাজ শুরু করা হবে।