
Home দৃষ্টিপাত (Visibility) > আসুন না ৩ মাসের তাহসিন কে বাঁচাতে এগিয়ে যাই...
এই পৃষ্ঠাটি মোট 84597 বার পড়া হয়েছে
আসুন না ৩ মাসের তাহসিন কে বাঁচাতে এগিয়ে যাই...
আসুন না ৩ মাসের তাহসিন কে বাঁচাতে এগিয়ে যাই...
তাহসিনকে বাঁচাতে মায়ের আহাজারি

সদ্য ভূমিষ্ঠ শিশু তাহসিন। পৃথিবীতে আসার বয়স সবেমাত্র ১১৫ দিন। এরই মধ্যে সে হৃদরোগে আক্রান্ত।
তাহসিনকে ল্যাব এইড হাসপাতালের হৃদরোগ শিশু বিশেষজ্ঞ কর্নেল ডা: নুরুন্নাহার ফাতেমার কাছে নিয়ে গেলে তিনি ইকোসহ বিভিন্ন চিকিৎসার পর জানিয়ে দেন, তাহসিন জন্মগত ভাবে জটিল রোগে আক্রান্ত। তার হার্ট উল্টে আছে এবং হার্টে অনেক ছিদ্র রয়েছে। তাকে বাঁচাতে হলে বিদেশে নিয়ে ওপেন হার্ট সার্জারি করাতে হবে। তাও আবার এক মাসের মধ্যে। অর্থাৎ তিনি গত ২৫ আগস্ট চিকিৎসা শেষে এ কথা জানান।
এ মুহূর্তে তাহসিনকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে প্রয়োজন ৬ লক্ষাধিক টাকা।
কিন্তু ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী অসচ্ছল পিতা মাহবুবের পক্ষে এত টাকা ব্যয় করে কোন দিনই সন্তানের চিকিৎসা দেয়া সম্ভব হবে না।
তাই ঢাকা থেকে ফিরে এসে চাঁদপুরের মিডল্যান্ড হাসপাতালে ভর্তি করেছেন তাহসিনকে। শিশু তাহসিনের মা নাজমা বেগম একমাত্র সন্তানকে বাঁচাতে শুধু গুমরে গুমরে কাঁদছে। আবার কখনো চিৎকার দিয়ে কাঁদছে। আর বলছে, আমার সন্তানের কষ্ট আমি সইতে পারছিনা। আপনারা আমার সন্তানকে বাঁচান। সরকার ও বিত্তবানদের কাছে আমার আকুতি সন্তানকে বাঁচাতে আমাকে সহায়তা করুন।
তাহসিনের চিকিৎসার সাহায্যে যারা এগিয়ে আসতে চান তারা সাহায্য পাঠাতে পারেন।
সাহায্য পাঠানোর ঠিকানা: ব্র্যাক ব্যাংক একাউন্ট নং- ১৫০২১০২২৩৯৭৭৯০০১।
বিকাশ একাউন্ট নং- ০১৭২৩৩৯১৬৬৩।