Homeদৃষ্টিপাত (Visibility) > রাজিব কুমারের কর্মদক্ষতায় বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেল jessore.info
এই পৃষ্ঠাটি মোট 84604 বার পড়া হয়েছে
রাজিব কুমারের কর্মদক্ষতায় বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেল jessore.info
সেপ্টেম্বর মাসের ২৪ তারিখে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় বৃহত্তর যশোরকে নিয়ে বাংলাদেশের প্রথম এই জেলাভিত্তিক ওয়েবসাইট। মূলত: সার্ভার বন্ধ হওয়ার কারণেই এই সমস্যার সৃষ্টি হয়। সর্ভার বন্ধ হওয়ার বেশ কিছুদিন আগেই সার্ভারের স্বত্বাধিকারী সাইদুজ্জামান তুষার আমাদেরকে জানিয়েছিলেন ওয়েবসাইট সরিয়ে নিতে। এই ওয়েবসাইটের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মুরাদউজ্জামানের উপর দায়িত্ব দেয়া হয় এই কাজের। তিনি সম্পূর্ণ ওয়েবসাইট ব্যাকআপ নেয়ার কাজ শুরু করেন। এরপর শুরু করেন ডোমেইন ট্রান্সফারের কাজ। এর মধ্যেই হঠাৎ বন্ধ হয়ে যায় ওয়েবসাইট। তখনও ডোমেইন নেম ট্রান্সফারের কাজ শেষ হয়নি। মুরাদ আমাদেরকে জানান এক সপ্তাহ সময় প্রয়োজন ডোমেইন ট্রান্সফার করতে। নির্দিষ্ট সময়ের মধ্যে ডোমেইন ট্রান্সফর হয় ঠিকই, কিন্ত ওয়েবসাইট আর রান করে না। অবশেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক রাজিব কুমার রক্ষিত দায়িত্ব নেন ওয়েবসাইট রান করার। কিন্ত তিনিও বেশ কিছুদিন চেষ্টা করে ওয়েবসাইট রান করতে পারেননি, তার কারণ হিসেবে জানান ওয়েবসাইটের ব্যাকআপ নেয়ার সময় ডাটাবেজ মিসিং হয়েছে। এই ডাটাবেজ না পেলে এই ওয়েবসাইট আর কখনও আগের পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব নয়। সম্পূর্ণ সাইট নতুন করে করতে তৈরী করতে হবে, আর এর জন্য প্রয়োজন হবে ৬ মাসে প্রতিদিন ৫ ঘন্টা করে পরিশ্রম এবং ১ লক্ষ ৫০ হাজার টাকা। যেটা অত্যন্ত কঠিন হবে যশোর ইনফো কর্তৃপক্ষের জন্য। প্রায় ১২ বছর যাবৎ কঠোর পরিশ্রমের এই ওয়েবসাইট ধ্বংশের দ্বারপ্রান্তে। তাই মানুষিকভাবে এক প্রকার ভেঙ্গেই পড়েছিলাম।
অবশেষে দু’মাস আগে নেয়া একটি ব্যাকআপ ফাইলের সন্ধান পাওয়া গেল উত্তরায় একটি প্রতিষ্ঠানে। কিছুদিনের জন্য তাদের সার্ভারে রাখা হয়েছিল এই ওয়েবসাইট। গত ১৮ অক্টোবর উত্তরা হতে সংগ্রহ করা হলো ব্যাকআপ ফাইলটি। ১৯ অক্টোবর বিকালের মধ্যে রাজিব কুমার রক্ষিত অত্যন্ত সফলতার সাথে ওয়েবসাইট রান করাতে সক্ষম হন। সর্বপ্রথম শ্রষ্টাকে ধন্যবাদ, এরপর রাজিব, তুষার, এরফান, জীবন ও মুরাদকে ধন্যবাদ জানাই যাদের আন্তরিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমে বিলুপ্তির হাত থেকে রক্ষা পেল বৃহত্তর যশোরের ঐতিহ্যবাহী এই ওয়েবসাইটটি।