
Home দৃষ্টিপাত (Visibility) > যশোর অঞ্চলের উন্নয়নে হাতে নেয়া হয়েছে শতাধিক প্রকল্প
এই পৃষ্ঠাটি মোট 84558 বার পড়া হয়েছে
যশোর অঞ্চলের উন্নয়নে হাতে নেয়া হয়েছে শতাধিক প্রকল্প
যশোর অঞ্চলের উন্নয়নে শতাধিক প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। গত ১৬ নভেম্বর জাতীয়

পরিকল্পনা মন্ত্রী সংসদে জানান, দেশের সকল জেলার মতো যশোর জেলার উন্নয়নে প্রায় ১শ’ ৩০টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অচিরেই এ সব প্রকল্পের বরাদ্দ ঘোষণা কার হবে। কাজও শুরু করা হবে অতিদ্রুত। এ সব প্রকল্প বাস্তবায়ন হলে পাল্টে যাবে যশোর।
যে সব প্রকল্প হাতে নেয়া হয়েছে তার মধ্যে সমন্বিত মানসম্পন্ন উদ্যান উন্নয়ন-২য় পর্যায়, দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্প, উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ, বাংলাদেশ ফাইটোস্যানেটারী সামর্থ শক্তিশালীকরণ, খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি, সমন্বিত বালাই ব্যবস্থাপনা কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন, খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থাপনা কৌশলের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি, কন্দাল ফসল উন্নয়ন, মানসম্পন্ন বীজ সরবরাহ বৃদ্ধিকরণ, বিএডিসির বিদ্যমান সার গুদামসমূহের রক্ষানাবেক্ষণ পুনর্বাসন এবং সার ব্যবস্থাপনা জোরদারকরণ, বিএআরআই-এর গবেষণা ও গবেষণা অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ, মৃত্তিকা সম্পদ ব্যবস্থাপন এবং কৃষক সেবা, সার পরীক্ষাগার ও গবেষণা কেন্দ্র স্থাপন, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি, তাল, খেজুর ও গোলপাতা উন্নয়নের জন্য পাইলট প্রকল্প, তুলা উন্নয়ন বোর্ডের গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ, কনস্ট্রাকশন অব ১.০৫ লক্ষ মে.টন ক্যাপাসিটি নিউ ফুড গোডাউন্স, মানসম্মত মৎস্য বীজ ও পোনা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য স্থাপনা পুনর্বাসন ও উন্নয়ন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অবকাঠামোগত উন্নয়ন ও গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ, বন্যা নিয়ন্ত্রণ ও সেবা প্রকল্প এলকায় এবং অন্যান্য জলাশয়ে সমন্বিত মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন, উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র স্থাপন, বীফ ক্যাটেল ডেভেরপমেন্ট, ফিডার গবেষণা ও উন্নয়ন, মিলিটারী ফার্ম আধুনিকায়ন, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা, সেচ কাজে বিএডিসি’র অচালু/অকেজো নলকুপ সচলকরণ, স্ট্রেংদেনিং অব ফিশারিজ এন্ড একুয়া কালচার ফুড সেফটি এন্ড কোয়লিটি ম্যানেজমেন্ট সিস্টেম বাংলাদেশ, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে অপ্রধান শস্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ কর্মসূচী, পল্লী জীবিকায়ন প্রকল্প, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন-এর আইসিটি কার্যক্রম ও ই-সেবা শক্তিশালীকরণ, ইনকনমিক এমপাওয়ারমেন্ট অব দি পুওরেস্ট ইন বাংলাদেশ, ডিজিটিাল পদ্ধতিতে ভূমি জরীপ ও রেকর্ড প্রণয়ন এবং সংরক্ষণ, অগ্রাধিকার ভিত্তিতে গ্রামীণ সড়ক ও হাট/বাজার অবকাঠামো উন্নয়ন, উপজেলা ও ইউনিয়ন সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, বৃহত্তর যশোর জেলা অবকাঠামো উন্নয়ন (যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল), উপজেলা কমপ্লেক্স ভবন সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বাংলাদেশ এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, পার্টিসিপেটরী রুরাল ডেভেলপমেন্ট, কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ, যশোর জেলাধীন ভবদহ এবং তৎসংলগ্ন বিল এলাকার জলাবদ্ধতা দূরীকরণ, বাংলাদেশ রেশম শিল্পের সম্প্রসারণের জন্য সমন্বিত পরিকল্পনা, বর্ডার গার্ড বাংলাদেশ-এর জন্য সীমান্তে ২৯টি বিওপিতে বিদ্যুৎ সংযোগ এবং সৌর শক্তির মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের ১শ’ ৬৮টি বিওবিতে বিদ্যুতায়ন, ন্যাশনাল পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক ডেভেলপমেন্ট প্রজেক্ট, ২১ জেলা বিদ্যুৎ বিতরণ, রুরাল ইলেকটিফিকেশন আপগ্রেডেশন প্রজেক্ট, পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ খুলনা বিভাগীয় কার্যক্রম-১, ভেড়ামারা-খুলনা গ্যাস সঞ্চালন পাইপ লাইন, পক্ষিণ পশ্চিমাঞ্চল গ্যাস বিতরণ, সাসেক রোড কানেক্টিভিটি প্রজেক্ট (বেনাপোল ও বুড়িমারি স্থল বন্দর), যশোর ও খুলনা সড়ক বিভাগের বিভিন্ন সড়কে ৩টি সেতু নির্মাণ, উপজেলা সড়ক উন্নয়ন, উপজেলা ও ইউনিয়ন সড়ক সেতু কালভার্ট নির্মাণ/পুনঃনির্মাণ, খুলনা রেলওয়ে স্টেশন ও ইয়ার্ড রি-মডেলিং এবং বেনাপোল রেলওয়ে স্টেশনের অপারেশনাল সুবিধাদির উন্নয়ন, বাংলাদেশ রেলওয়ে মেইনলাইন সেকশনসমূহের পুনর্বাসন, বাংলাদেশ রেলওয়ের জন্য বিজি ডিজেলি ইলেকট্রিক মাল্টিপল ইউনিট, উপজেলা মুক্তিযোদ্ধ কমপ্লেক্স ভবন নির্মাণ, উপজেলা শহর অবকাঠামো উন্নয়ন, গুরুত্বপূর্ণ ১৯টি পৌরসভা অবকাঠামো উন্নয়ন, নগর অঞ্চল উন্নয়ন, দেশের গুরুত্বপূর্ণ উপজেলা সদর/স্থানে ৭৮টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন করা, দেশের গুরুত্বপূর্ণ উপজেলা সদর/স্থানে ১৫৬টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন করা, বর্ডার গার্ড বাংলাদেশের সীমান্ত সমতল এলাকায় ৮৫টি বিওপি নির্মাণ, বাংলাদেশ রুরাল ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন প্রজেক্ট, এনভায়রনমেন্টাল স্যানিটেশন এন্ড ওয়াটার সাপ্লাই ওইথ পাইপড নেট ওয়ার্ক ইন থানা সদর এন্ড গ্রোথ সেন্টার, গ্রাউন্ড ওয়াটার ইনভেস্টিগেশন এন্ড ডেভেলপমেন্ট অব ডীপ গ্রাউন্ড শয়াটার সোর্স ইন আরবান এন্ড রুরাল এরিয়াস ইন বাংলাদেশ, ৪০ পৌরসভা এবং গ্রোথ সেন্টারে অবস্থিত পানি সরবরাহ ও এনভায়নেমেন্টাল প্রকল্প, যশোর জেলার মধ্য আয়ের লোকদের জন্য আবাসিক ফ্লাট নির্মাণ, যশোর জেলার অভয়নগর উপজেলায় সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন, ইসি এ্যাসিস্টেড স্কুল ফিডিং প্রোগ্রাম, দরিদ্র্য পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচী, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প, মৌলিক স্বাক্ষরতা প্রকল্প, সরকারি বিদ্যালয় বিহীন ৩১০ উপজেলা সদরে নির্বাচিত বেসরকারি বিদ্যালয়সমূহকে মডেল স্কুলে রূপান্তর, এস্টাবলিশমেন্ট অব ফরেইন লেঙ্গুয়েজ ট্রেইনিং সেন্টারস-২, উল্লেখযোগ্য উপজেলায় টেকনিক্যাল স্কুল স্থাপন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধিকতর উন্নয়ন, এস্টাবলিশমেন্ট অব ইংলিশ ভার্সন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ আন্ডার ন্যাশনাল কারিকুলাম এ্যাট যশোর ক্যান্টনমেন্ট বিএফএ বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ, জেলা স্টেডিয়ামগুলো সংস্কার ও উন্নয়ন, কনস্ট্রাকশন অব হোস্টেল ফর দি সরকারি শিশু পরিবার, জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স নির্মাণ,নগরভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন,অর্থনৈতিক ক্ষমতায়নের নারী উদ্যোক্তাদের বিকাশ সাধান, ইনোভেটিভ ম্যানেজমেন্ট অব রিসোর্স ফর পোভার্টি এলিভিয়েশন থ্রু কমপ্রিহেনসিভ টেকনোলজি, বর্ডার ম্যানেজমেন্ট ইকুপমেন্ট ফর বিজিবি, যশোর সমন্বিত জেলা কার্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণ, যশোর সফটওয়ার টেকনোলজি পার্ক স্থাপন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহের প্রশিক্ষণার্থীদের বৃত্তি প্রদান কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।