
Home দৃষ্টিপাত (Visibility) > আজও বিদ্যুৎ পৌঁছায়নি রাজগঞ্জের মোবারকপুর পশ্চিমপাড়া গ্রামে
এই পৃষ্ঠাটি মোট 84519 বার পড়া হয়েছে
আজও বিদ্যুৎ পৌঁছায়নি রাজগঞ্জের মোবারকপুর পশ্চিমপাড়া গ্রামে
বর্তমান সরকার দেশের প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়ার অঙ্গিকার করেছে। ইতিমধ্যে অনেক গ্রামে বিদ্যুৎ উদ্বোধন করলেও এখনো বিদ্যুতের আলো পৌছায়নি মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মোবারকপুর পশ্চিমপাড়া গ্রামে। মোবারকপুর পশ্চিমপাড়ায় প্রায় ২২টি পরিবারের বসবাস। এই পরিবারগুলো বাংলাদেশ স্বাধীনের পর থেকে তাদের গ্রামে বিদ্যুৎ নেওযার জন্য যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মণিরামপুর অফিসে কয়েক দফা আবেদন করলেও আজ পর্যন্ত ওই গ্রামের একটি বাড়ীতেও বিদ্যুৎ পৌছায়নি। বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত মোবারকপুর পশ্চিমপাড়া গ্রামের আবুল হোসেন, আব্দুল মালেক, আব্দুল খালেক, মহিদুল ইসলামসহ কয়েকজন এ প্রতিনিধিকে জানিয়েছেন, বিদ্যুৎ অফিসে বহুবার আবেদন করিছি, টাকাও দিয়েছি নেতাদের কাছে। কিন্তু কাজ হয়নি কোনো ভাবেই। উল্লেখিত গ্রামে সন্ধ্যা নামলেই ভুতুড়ে অবস্থার সৃষ্টি হয়। এই ভুতুরে অবস্থা থেকে মুক্তি পেতে চাই তারা। অন্ধকারে আর থাকতে চাই না ওই গ্রামবাসি। তাই গ্রামবাসি স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মণিরামপুর জোনের সভাপতি ও জেনারেল ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করেছেন।