
Home দৃষ্টিপাত (Visibility) > আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান
এই পৃষ্ঠাটি মোট 84554 বার পড়া হয়েছে
আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান
আবু হাসান ডাকুয়া। বয়স মাত্র ৪১ দিন। পৃথিবীর কিছুই দেখা হয়নি তার। জন্মলগ্ন থেকে শুধুই জানাচ্ছে বাঁচার আকুতি। উচ্চস্বরে কান্নার শক্তি নেই, তাই
.jpg)
মাত্র ৪১ দিন বয়সে হাত-পা উঁচিয়ে বাঁচার আকুতি জানানো আবু হাসান ডাকুয়া দৈনিক লোকসমাজের প্রধান ফটোসাংবাদিক হানিফ ডাকুয়ার দ্বিতীয় ছেলে। ১৩ নভেম্বর যশোর মেডিকেল কলেজ হাসপাতালে সে জন্মগ্রহণ করে।
জন্মগ্রহণ স্বাভাবিক নিয়মে হলেও জীবনটা যেন অস্বাভাবিক। জীবন-মৃত্যুর সঙ্গে তীব্র লড়াইয়ে নামা এ শিশু জন্ম নিয়েছে হৃৎপিণ্ডে দুটি ছিদ্র নিয়ে। নিঃশ্বাস নিলেই বুকের মাঝে সৃষ্টি হয় বড় এক গর্তের। ভীতিকর এ দৃশ্য দেখে চিকিৎসকরা তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। সেখানে হৃদরোগ ইনস্টিটিউট ও ল্যাবএইডসহ খ্যাতনামা হাসপাতালগুলোতে নেওয়া হয় তাকে।
পরীক্ষা-নিরীক্ষার পর তারা শিশু আবু হাসানের ওপেনহার্ট সার্জারির পরামর্শ দেন। ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল এ অপারেশন করতে হবে দেশের বাইরে। ভারতের ব্যাঙ্গালুরুর মানিপল হাসপাতালে যোগাযোগ করা হলে তারা জানায়, সব মিলিয়ে খরচ হবে আট লক্ষাধিক টাকা। কিন্তু বিশাল এ ব্যয় মেটানোর ক্ষমতা নেই হানিফ ডাকুয়ার। তাই ছেলেকে বাঁচাতে হৃদয়বান বিত্তশালীদের কাছ থেকে সহায়তা চেয়েছেন দুই প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পাওয়া ফটোসাংবাদিক হানিফ ডাকুয়া।
সাহায্য পাঠানোর ঠিকানা : হিসাব নম্বর এমএসএ-৯৬৫২, ইসলামী ব্যাংক, যশোর শাখা অথবা হিসাব নম্বর এসবি-০০২৫০৩১০০২০৬৮০, এনসিসি ব্যাংক, যশোর শাখা।
এ ছাড়া বিকাশ পারসোনাল নম্বর-০১৭১১-২৭৫৩১০ বা ০১৯৭১২৭৫৩১০-তেও সাহায্য পাঠানো যাবে।