
Home দৃষ্টিপাত (Visibility) > কপিরাইট রেজিস্ট্রেশন: সব দরজা সবার জন্য খোলা
এই পৃষ্ঠাটি মোট 84562 বার পড়া হয়েছে
কপিরাইট রেজিস্ট্রেশন: সব দরজা সবার জন্য খোলা
প্রিয় সৃজনশীল ভাই ও বোনেরা,
আমি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ-এর জনগণের সেবায় নিয়োজিত একজন উপসচিব। বর্তমানে রেজিস্ট্রার অব কপিরাইট হিসেবে কাজ করছি। আমি জানি, আমার অনেক ভাই ও বোন বই লেখা, গান লেখা, সুর করা, ছবি আকা, ছবি তোলা,খোদাই করা প্রভৃতি সৃজন কর্মের সাথে যুক্ত। সরকারকে সামান্য ফি দিয়ে, এ সব কাজের কপিরাইট রেজিস্ট্রেশন করিয়ে নিলে, পাইরেসী রোধ করা যেমন সহজ হয়, তেমনি নিজের জীবনকাল + ৬০ বছর পর্যন্ত স্বত্ত্ব সংরক্ষণ করা যায়। এতে নিজের মেধার মাধ্যমে সৃষ্ট সম্পদ নিজের সন্তানের জন্য জমি কিংবা ব্যাংকে গচ্ছিত টাকার মতো রেখে যাওয়া যায়। রেজিস্ট্রশন না করলে নিজের মেধা-সম্পদ, নিজের বা নিজের সন্তানের বদলে বারো ভূতে খাওয়ার সুযোগ সৃষ্টি হয়। আমি চাই, আমার ভাই-বোনদের সৃজনকর্ম তাদেরই থাক। রেজিস্ট্রার অব কপিরাইট হিসেবে আমি তাদের সহায়তা করে আমাদের উত্তরাধিকারীদের হাতে পিতা-মাতার সব সৃজন থেকে প্রাপ্য সুবিধাটুকু পৌছে দিতে চাই। আমি আশা করি, আমার সকল সৃজনশীল ভাই-বোন, কপিরাইট অফিসে আমার উপস্থিতির সুযোগটুকু গ্রহণে এগিয়ে আসবেন।
আমি নিশ্চয়তা দিচ্ছি, সেবা পাওয়ার অধিকার এখানে সবার জন্য সমান, এখানে কারো জন্য কোন হয়রানি অপেক্ষা করছে না, আইন অনুযায়ী নিরপেক্ষ, নির্ঝঞ্ঝাট, আন্তরিক সেবা প্রাদানই আমাদের লক্ষ্য। আমি সবার সেবায় নিবেদিত থাকবো, ইনশা আল্লাহ।
মোঃ নবীরুল ইসলাম বুলবুল
রেজিস্ট্রার অব কপিরাইট (উপসচিব)
কপিরাইট অফিস
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
জাতীয় গ্রন্থাগার ভবন
মোবাইল: ০১৭১৫০০৮৪৬০