
Home দৃষ্টিপাত (Visibility) > চিকিৎসা সেবায় তার বিশেষ অবদানের জন্য যশোর.ইনফো এর উপদেষ্টা প্রফেসর ডাঃ ফাতেমা আশ্রাফ্ “মাদার তেরেসা স্মৃতি পদক ২০১৪” পুরস্কার পেলেন। যশোর.ইনফো এর পক্ষ থেকে অভিনন্দন।।
এই পৃষ্ঠাটি মোট 84547 বার পড়া হয়েছে
চিকিৎসা সেবায় তার বিশেষ অবদানের জন্য যশোর.ইনফো এর উপদেষ্টা প্রফেসর ডাঃ ফাতেমা আশ্রাফ্ “মাদার তেরেসা স্মৃতি পদক ২০১৪” পুরস্কার পেলেন। যশোর.ইনফো এর পক্ষ থেকে অভিনন্দন।।
গত ১২ এপ্রিল, ২০১৫ রোজ রবিবার বিকাল ৪টায় ঢাকার পুরাতন পল্টনস্থ, মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে মাদার তেরেসাঁ স্মৃতি পরিষদ এর উদ্যোগে মাদার তেঁরেসার জীবনাদর্শ শীর্ষক আলোচনা সভা ও মাদার তেরেসাঁ এ্যাওয়ার্ড-২০১৪ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মোহাম্মদ জয়নুল আবেদীন বাংলাদেশ সুপ্রিমকোর্ট। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লেঃ জেঃ (অবঃ) হারুন অর রশিদ (বীরপ্রতিক), সাবেক সেনা প্রধান)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ শাহজাহান, মহাসচিব, বাংলাদেশ মানবাধিকার ব্যুরো; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহফুজুল ইসলাম রঞ্জু, ডিআইজি, বাংলাদেশ পুলিশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ড. গোলাম মাওলা।
উক্ত অনুষ্ঠানে মাদার তেরেসার জীবন আদর্শ ও নিয়ে আলোচনা করেন বক্তারা। আলোচনা শেষে জনকল্যাণমুলক বিভিন্ন বিষয়ের উপর বিশেষ অবদান রাখার জন্য কয়েকজন সম্মাননা পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের গাইনী বিভাগের অধ্যাপক ডা. ফাতেমা আশরাফ'কে চিকিৎসা পেশায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পদক প্রদান করা হয়।
অধ্যাপক ডাঃ ফাতেমা আশ্রাফ বিভিন্ন সময়ে সরকারী চাকুরীর পাশাপাশি গ্রামীন ও সুবিধাবঞ্চিত মেয়েদের স্বাস্থ্য পরিচর্যা ও স্বাস্থ্য শিক্ষা দিয়ে আসছেন। তিনি গর্ভকালীন ও প্রসব পরবর্তী চিকিৎসা সহায়তা সহ মেয়েদের জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধোক (Ca-Cx screening) বিষয়ক সরকারী কর্মকান্ডের সাথে জড়িত। তাছাড়া স্বল্প খরচের চিকিৎসা পদ্ধতির মাধ্যমে তার কাছে অনেক বন্ধ্যা দম্পত্তিরা সন্তান লাভ করেছেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকেও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে থাকেন। বর্তমানে পাবলিক হেলথ্ফাউন্ডেশন অব বাংলাদেশ এর একজন সক্রিয় কর্মী এবং বৃহত্তর যশোর ভিত্তিক ওয়েবসাইট (www.jessore.info) এর একজন সম্মানিত উপদেষ্টা। ডা. ফাতেমা আশরাফ নড়াইল জেলার একজন গর্বিত সন্তান।
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |