
Home দৃষ্টিপাত (Visibility) > কেশবপুরে মহিলা কলেজের ক্লাস চলছে খোলা আকাশের নীচে
এই পৃষ্ঠাটি মোট 84522 বার পড়া হয়েছে
কেশবপুরে মহিলা কলেজের ক্লাস চলছে খোলা আকাশের নীচে
কেশবপুরে ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ টিটাবাজিতপুর এম.কে.বি মহিলা কলেজ ভবন সংস্কার না হওয়ায় খোলা আকাশের নীচে ছাত্রীদের ক্লাশ করতে হচ্ছে। সরেজমিন জানা গেছে, উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের ভান্ডারখোলা বাজার সংলগ্ন অবস্থিত টিটাবাজিতপুর এম.কে.বি মহিলা কলেজটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত। তখন থেকে নারী শিক্ষায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
গত ২২ এপ্রিল ঘুর্ণিঝড়ে প্রতিক্ষানটির ৪ টি কক্ষের টিনের চালা উড়ে যায় এবং পাঁকা ভবনের অংশ বিশেষ ভেঙ্গে যায়। ভবনটি সংস্কারের জন্য সরকারী ভাবে অর্থিক অনুদানের জন্য প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লিখিত আবেদন করলেও অজ্ঞাত কারণে কোন আর্থিক সহযোগিতা আসেনি। যার ফলে রোদ-বৃষ্টি উপেক্ষা করে খোলা আকাশের নীচে ছাত্রীদের ক্লাশ নিতে হচ্ছে।
এব্যাপারে কলেজের এইচ.এস.সি প্রথম বর্ষের ছাত্রী শান্তা খাতুন ও শরিফা খাতুন বলেন, অনেক আন্তরিকতার সাথে শিক্ষকরা আমাদের পাঠদান করান। কিন্তু ঘুর্নিঝড়ে ৪ টি শ্রেণী কক্ষের চাল উড়ে যাওয়ায় রোদ-বৃষ্টি উপেক্ষা করে খোলা আকাশের নীচে ক্লাস করতে আমাদের কষ্ট হচ্ছে। প্রভাষক কার্তিক চন্দ্র দাস বলেন, খোলা আকাশের নীচে ক্লাশ করতে ছাত্রীদের যেমন কষ্ট হচ্ছে তেমনি ক্লাস নিতে আমাদেরও কষ্ট হচ্ছে।
কলেজের অধ্যক্ষ বলেন, ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ ভবনটি মেরামতের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট আর্থিক সাহায্যের জন্য আবেদন করেছি। কিন্তু এখনও কোন বরাদ্দ পাওয়া যায়নি।
সূত্র: 1 News BD