
Home দৃষ্টিপাত (Visibility) > যশোর বিভাগের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান
এই পৃষ্ঠাটি মোট 84484 বার পড়া হয়েছে
যশোর বিভাগের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান
যশোরকে বিভাগ ঘোষনার দাবিতে আজ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি স্বারলিপি পাঠানো হয়। প্রধানমন্ত্রীর দপ্তরে ৪ নং গেইটে স্বারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন যশোর বিভাগ আন্দোলনের আহবায়ক ইঞ্জি. মোঃ আব্দুস সাত্তার, সদস্য সচিব মোঃ হাসানূজ্জামান বিপুল, যশোর ইনফো ওয়েবসাইটের সভাপতি ভবোতোষ মুখার্জী সুবীর, সহ-সভাপতি মশিউল ইসলাম প্রিন্স ও সহ সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন। এ কাজে যারা বিশেষভাবে সহযোগিতা করেছেন তাদের মধ্যে অন্যতম সাংবাদিক জনাব হারুন জামিল, ব্যবসায়ী জনাব জাহিদুর রহমান মিলন, পুলিশ কর্মকর্তা (সিনিয়র এএসপি) জনাব রবিউল ইসলাম ও সিনিয়র এএসপি জনাব সজিব খান। এছাড়াও দুটি মানবন্ধনে উপস্থিত থেকে এবং আন্দোলন পরিচালনা করতে আর্থিকসহ বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আমারা কৃতজ্ঞ। বৃহত্তর যশোরের সকল মানুষ এগিয়ে আসুন, আরও জোরালো দাবি তুলি "যশোরকে বিভাগ করতেই হবে"।